সরীসৃপ প্রজাতির সাপকে দেখলে গা শিউরে ওঠে না, এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম। সাধারণত সাপ জঙ্গলের মধ্যে বা কোনো ফাঁকা এলাকায় মাটির মধ্যে গর্ত করে থাকে। তবে উন্নতির যুগে আমরা ধীরে ধীরে জঙ্গল সাফ করে বাড়ি বানানোর কার্যে মেতে উঠেছি। তাই এখনকার দিনের মাঝে মাঝেই লোকালয় বিষধর বিভিন্ন সাপ চলে আসতে দেখা যায়। তারা গ্রামের দিকে মাটির বাড়ির আনাচে-কানাচে বা কোনো ঘুপসি জায়গায় লুকিয়ে থাকতে পছন্দ করে। এই প্রাণীটি এতই ভয়ঙ্কর যে মাত্র একবার দংশন করলে কোনো মানুষের প্রাণ কিছু সেকেন্ডের মধ্যে চলে যেতে পারে।
তাই মানুষ থেকে শুরু করে বিভিন্ন জন্তু-জানোয়ার এই সাপের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই চলে। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই বিভিন্ন সাপের ভিডিও ভাইরাল হয়ে থাকে। এছাড়া মাঝে মাঝে ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয় সাপ উদ্ধারের বিভিন্ন ভিডিও। আসলে বাড়ির আনাচে-কানাচে কোথাও বিষধর সাপ চলে এলে তাকে উদ্ধার করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত লোক ঢাকা অবশ্যই জরুরি। একটু অসাবধানতা হলেই প্রাণ চলে যেতে পারে। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা নির্দিষ্ট টেকনিকের সাহায্যে সাপ উদ্ধার করে নিয়ে জঙ্গলে গিয়ে ছেড়ে দেয়। সম্প্রতি এমনই এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়াতে।
ভিডিওটি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল “দ্য ডোডো” তে পোস্ট করা হয়েছে। এই ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ১.৩ মিলিয়ন মানুষ দেখেছেন। এছাড়া ভিডিওতে লাইক দিয়েছেন ৩৫ হাজারের কাছাকাছি মানুষ। অনেকে ভিডিও দেখে যেমন শিহরিত হয়েছেন, ঠিক তেমনভাবেই অনেকে কমেন্ট করে ওই ব্যক্তির মানবিকতার ভূয়সী প্রশংসা করেছেন। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে সুপারহিট ওই কিং কোবরা উদ্ধারের ভিডিও।