Best burger in less price 💜

in bestdeal •  7 years ago 

প্রিয় ভাইয়েরা এবং তাদের প্রিয় বোনেরা এবং!! থাক বেশি না গেজায়ে আসল কথায় আসি!

** ৯৯ টাকায় মারাত্মক বার্গার 🍔 🌸❤ Regular Price -160 Taka!
অফারটি চলছে ১৪-১৬ ডিসেম্বর পর্যন্ত! 😌🌸

বিশ্বাস করুন আমি ফুডব্যাংক এর এত এত রিভিউ দেখেই মুলত গিয়েছিলাম Cafee famous এ! 🐸 ধানমন্ডি থেকে বেশ কষ্ট করেই গিয়েছিলাম বেইলি রোড এর এই বার্গার খেতে! 😑 বার্গার অর্ডার করার ঠিক ৪০ মিনিট পরে সেটা পাই! 🌸❤ কারন সেখানে মারাত্মক ভীর ছিলো! 😵 এতো কম টাকায় এত মারাত্মক খাবার কি কেউ মিস করতে চায় বলুন? 😄 💜
খাবার পাওয়ার পরে যখন বার্গারে কামড় বসালাম বিশ্বাসস করুন এত মজার জিনিস এইভাবে এত কম টাকায় খাইনি! একদম পয়সা উছুল😌 😍❤ পারফেক্ট একটি বার্গার! 😍 পরে আফসোস করছিলাম যে কেনো আরো হাজার খানি টাকা নিয়ে আসলাম নাহ! 😞 ইচ্ছে মতো বাসায় নিয়ে আসতাম নাহলে!😍😁
যেয়ে খেয়ে আসেন সবাই! ৯৯ টাকা মাত্র! 🌸 আশাকরি খুব ভাল্লাগবে!
image
Food Rate- 9.5/10
Environment Rate- 9/10 ( ব্যবহার ভালো ছিলো খুব)
Location : "Cafe famous" Opposite building of "The Baily Star" (লিফ্ট এর ২)

**ওনাদের বলবেন যে এক্সট্রা সস্ ঢেলে দিতে! স্বাদ আরও কয়েকগুণ বেড়ে যাবে!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!