পৃথিবীর সবচেয়ে বড় মাছের বাজার

in big •  6 years ago 

32332344.jpg

টোকিওর কেন্দ্রস্থলে অবস্থিত সুকিজি বাজার। বড় বড় সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত এটি। ৮৩ বছরের পুরনো বাজারটি ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত থাকে সবসময়। ১৯৩৫ সালে এ বাজারের যাত্রা শুরু।

গত বছর ১৬ অক্টোবর বিশ্বের বৃহত্তম এ বাজারটি কৃত্রিম দ্বীপ তোয়োসুতে স্থানান্তরিত করেছে জাপান সরকার। সুকিজিকে ২০২০ টোকিও অলিম্পিকের জন্য অস্থায়ী পার্কিংয়ের স্থান করা হবে। তাই সরকারের এ সিদ্ধান্ত।

বাজারসংশ্লিষ্টদের ধারণা, সরিয়ে নেয়ার ফলে জনপ্রিয়তা হারাতে পারে ঐতিহ্যবাহী বাজারটি। বিদেশি পর্যটকদের কাছেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এটি। বাজার বন্ধের সিদ্ধান্তে হতবাক অনেক পর্যটকও।

এ বাজারে নির্ভেজাল পণ্য বিক্রি হয়। তাই ভালো পণ্যের জন্য এখানে ভিড় করেন সবাই। এটি জাপানের ঐতিহ্যের অংশ। সুকিজি বাজার বন্ধের ঘোষণার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বাজারসংশ্লিষ্টরা। এ বাজারটি গত বছর ৬ অক্টোবর বন্ধ হয়ে যায়। এদিনও সুকিজি মার্কেটে সর্বশেষ নিলামে ১৬২ কেজির টুনা মাছ ৩৭ হাজার ৮১৮ ডলারে বিক্রি হয়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You got a 100.00% upvote from @emperorofnaps courtesy of @journalist-akter!

Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!

@journalist-akter purchased a 41.83% vote from @promobot on this post.

*If you disagree with the reward or content of this post you can purchase a reversal of this vote by using our curation interface http://promovotes.com