মোটামুটি সব ছেলেদেরই জীবনে একটা স্বপ্ন থাকে একটা বাইক কেনার তাই আজকের এই পোস্টে আলোচনা করবো নতুন একটা বাইক কেনার জন্য আপনি কিভাবে প্লান করবেন বা কোন ধরনের বাইক আপনার জন্য সবথেকে ভালো
মডেল : বাইক কেনার ক্ষেত্রে সব সময় চেষ্টা করবেন লেটেস্ট মডেলের বাইক কিনতে কারণ অল্প কিছুদিন পরপরই বাইকের নতুন নতুন মডেল বের হতেই থাকে তাই মোটামুটি ভালোভাবে চিনতে ভাবনা করি মডেল সিলেক্ট করতে হবে তবে মডেলের উপরে বাইকের দামের খুব একটা প্রভাব পড়ে না বাইকের দাম মডেলের উপর সবসময় একই রকমই থাকে |
স্পোর্টস বাইক : স্পোর্টস বাইক কথাটা শুনলেই সব ছেলেরই মন চায় একটা স্পোর্টস বাইক কেনার জন্য , কিন্তু একটা স্পোর্টস বাইকের অনেকগুলো সুবিধা এবং অনেকগুলো অসুবিধা আছে , তার মধ্যে সবথেকে বড় অসুবিধা হলো স্পোর্টস বাইক অনেক ব্যয়বহুল , ব্যয়বহুল বলতে আমি কেনার সময় অনেক টাকা লাগবে এটা বুঝাইনি , আমি বোঝাতে চেয়েছি বাইকটি যখন আপনি ব্যবহার করবেন ব্যবহার করার সময় যখন সার্ভিস করবেন তখন আপনার অনেক খরচ হবে , আর তাছাড়া আর একটা সমস্যা হলো ফ্যামিলি মেম্বার নিয়ে স্পোর্টস বাইক চালানো টা খুব একটা ভালো নয় , জীবনে প্রথম অবস্থায় যদি বাইক নিতে চান তাহলে স্পোর্টস বাইক না নেয়াই ভালো