সৈয়দ আলী আহসান
বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, প্রাবন্ধিক ও জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান ১৯২০ খ্রিস্টাব্দের ২৬ মার্চ মাগুরা জেলার আলোকদিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি তাঁর পাণ্ডিত্যের জন্য সুপ্রসিদ্ধ ছিলেন। তাঁর করা বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ সরকারি ভাষান্তর হিসেবে স্বীকৃত। সুইডেনের নোবেল কমিটির সাহিত্য শাখার উপদেষ্টা হিসেবে কাজ করেন দীর্ঘসময়। ইংরেজি সাহিত্যের এ অধ্যাপক কর্মজীবনে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। দেশের সর্বোচ্চ বেসামরিক স্বাধীনতা পুরষ্কার, বাংলা একাডেমি পুরষ্কারসহ নানা সন্মাননা লাভ করেন। ২০০২ সালের ২৫ জুলাই তাঁর মৃত্যু হয়।