যে নিজের মাতৃভাষায় কথাটুকু বলতে পারে না, ধার করা বাইরের অন্যের ভাষায় বলে, "ঘুসপেঠিয়ে" /Ghuspethiye ... সে নিজেই আসল অনুপ্রবেশকারী। অন্য কেউ নয়।
বাবা-মা সাধ করে ছেলের নাম রেখেছিল বটে, 'বিপ্লব'। খুব আশা করেছিল, ছেলে বড় হয়ে সোভিয়েত রাশিয়ার ১৯১৭র মত লাল বিপ্লব করবে! ছেলে যে বড় হয়ে বিগটের দলে নাম লেখাবে কে জানত! 😆🥱😏