সোমবার বিটকয়েনের দাম ৭ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৩১ হাজার ৭৮০ ডলারে উঠে এসেছে। প্রায় নয় সপ্তাহ পতনের পর ক্রিপ্টোকারেন্সিটির মান কিছুটা বাড়ল। খবর রয়টার্স।
গত ১২ মের চলতি বছরের রেকর্ড সর্বনিম্ন ২৫ হাজার ৪০১ ডলার থেকে তা ২৫ শতাংশ বেড়েছে। মঙ্গলবারও বিটকয়েন এ উর্ধ্বগতি ধরে রেখেছে।
ইথারিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট ইথারের মান ৯ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৯৮৯ ডলারে দাঁড়িয়েছে। একদিনের ব্যবধানে দ্বিতীয় জনপ্রিয় ক্রিপ্টেকারেন্সিটির মান ১৭৭ ডলার বেড়েছে।গত ১২ মের চলতি বছরের রেকর্ড সর্বনিম্ন ২৫ হাজার ৪০১ ডলার থেকে তা ২৫ শতাংশ বেড়েছে। মঙ্গলবারও বিটকয়েন এ উর্ধ্বগতি ধরে রেখেছে।
ইথারিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট ইথারের মান ৯ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৯৮৯ ডলারে দাঁড়িয়েছে। একদিনের ব্যবধানে দ্বিতীয় জনপ্রিয় ক্রিপ্টেকারেন্সিটির মান ১৭৭ ডলার বেড়েছে।
অল্টকয়েনেরও দুই অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। কারডানোর মান বেড়েছে ১৪ শতাংশ।
বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি বাজারের আকার ১ দশমিক ৩২ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২৪ ঘন্টার ব্যবধানে ক্রিপ্টোবাজারের আকার ৫ শতাংশ বেড়েছে।
Your post was upvoted and resteemed on @crypto.defrag
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit