আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
বিকেলে মার্কেটে কেনাকাটার উদ্দেশ্যে বাহিরে বের হয়েছিলাম, এরপর আমার ভাইয়ের সাথে সোজা মিরপুর ১ এর দিকে চলে আসলাম। এখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য আসা হয়েছে। মার্কেটের অবস্থায় যা বুঝলাম দিনদিন অনেক কিছুর দাম বেড়েই যাচ্ছে। একটা জিনিস কেনার জন্য বেশ অনেকবার ঘোরাঘুরি করা লাগে কারণ তারা এমন কিছু দাম চেয়ে বসে যেগুলো আপনি শুনলে অবাক হতে বাধ্য হবে। যাইহোক অনেক ঘোরাঘুরি পরে আমরা আমাদের কেনাকাটা গুলো শেষ করে নিলাম। বন্ধের দিনগুলোতে সাধারণত এই মার্কেট গুলোয় অনেক বেশি মানুষের চলাচল থাকে এবং প্রচন্ড ভিড় থাকে। কারণ অধিকাংশ মানুষ তাদের কর্মস্থল থেকে ছুটি পেয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য এখানে চলে আসেন।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro 5G |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Mirpur, Dhaka, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
এখনকার ভিড় তো কিছুই মনে হচ্ছে না কিন্তু যখন ঈদ অথবা জাতীয় কোন বন্ধের দিন হয় তখন আরো বেশি ভিড় জমতে দেখা যায়। কেনাকাটা শেষ করে আমরা একটি রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়ার জন্য বড় ভাইয়ের সাথে প্রবেশ করলাম। খাওয়া-দাওয়া শেষ করে আমরা বাসায় উদ্দেশ্যে রওনা হলাম কারণ বাসায় আরো অনেক কাজ পড়ে আছে।