আমার নিজের হাতের লেখা গল্প -১১। মন থাকলে মানুষ হওয়া যায় না।

in blog •  5 months ago 

আজকে আমি আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। আশা করি আপনারা সবাই এটি পড়বেন।

1000001176.jpg

"মন থাকলে মানুষ হওয়া যায় না " এই কথাটির মানে হলো, মানুষের প্রকৃত স্বভাব ও চরিত্রকে সম্পূর্ণভাবে বোঝার জন্য কেবল মন থাকলেই হবে না, এর জন্য আরও কিছু গুণ ও বৈশিষ্ট্য থাকা প্রয়োজন।

মানুষ হতে গেলে কেবল ভালো মন নিয়ে থাকলেই হয় না, বরং মানুষের মধ্যে প্রয়োজন একাগ্রতা, ধৈর্য, ও সহানুভূতির মতো গুণ থাকতে হয়। মনের ভালো ভাবনার সঙ্গে সঙ্গে কার্যকরী পদক্ষেপ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। কেবল ভালো মন থাকলেই মানুষের সঠিক গুণাবলী প্রকাশ পায় না।

তাই আমাদের উচিত শুধু ভালো মন রাখা নয়, বরং মনকে সঠিকভাবে পরিচালনা করা, সমাজের প্রতি দায়িত্ব পালন করা, এবং নিজের কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনা। তবেই আমরা প্রকৃত ভাবে মানুষ হতে পারবো।
( সমাপ্ত)

মোবাইলSamsung Galaxy A05
ফটোগ্রাফার@ali630078
লোকেশনকুষ্টিয়া বাংলাদেশ
ছবি তোলাগ্রামের রাস্তা

আজকে মতো এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!