সততা মানে হলো সত্যি কথা বলা এবং সৎভাবে কাজ করা। যখন আমরা সততার সাথে চলি, তখন আমাদের মনে কোনো দুশ্চিন্তা থাকে না।
আসলে মিথ্যা বললে বা অন্যকে ঠকালে আমরা মনে মনে জানি যে এটা ঠিক হয়নি যা আমাদের মনে অস্বস্তি ও উদ্বেগ সৃষ্টি করে। কিন্তু সততার সাথে জীবন যাপন করলে আমাদের মনে শান্তি থাকে কারণ আমরা জানি, আমরা সঠিক পথে চলছি।
উদাহরণসস্বরুপ, যদি আপনি কোনো কাজে সততার সাথে করেন, তখন আপনার মনে কোনো দোষবোধ থাকে না।আপনি জানেন যে আপনি সঠিক ভাবে কাজ করেছেন এবং এ জন্য আপনি গর্বিত বোধ করেন। এতে করে আপনার মনে শান্তি থাকে এবং আপনি আনন্দিত অনুভব করেন। আর যদি মিথ্যা বলেন, অন্যায় ভাবে কাজ করেন অথবা কাউকে যদি ঠকান তাহলে আপনার মনের ভেতর অস্বস্তি কাজ করে।
অতএব, সততা আমাদের মনে শান্তি ও আত্নবিশ্বাস দেয়। যখন আমরা সৎভাবে চলি, তখন আমাদের মনে সুখের অনুভূতি হয়, কারণ আমরা জানি আমরা সঠিক কাজ করছি।( সমাপ্ত)
মোবাইল | Samsung Galaxy A05 |
আজকে এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।