নৌকা ভ্রমণ কাহিনী। পর্ব- ১

in blog •  2 days ago 

একবার এক বাদশা অনারব গোলামের সাথে নৌকায় চড়ে আনন্দ ভ্রমণে বের হলেন। গোলামটি ইতিপূর্বে কখনো সমুদ্র দেখে নাই এবং নৌকা ভ্রমণের অভিজ্ঞতাও তার নাই। তাই সে কান্নাকাটি ও চিৎকার জুড়েড় দিল। নৌকার উপর স্থির হয়ে থাকা তার জন্য কঠিন হয়ে গেল। ফলে বাদশার আনন্দ-ভ্রমণ নিরানন্দে পরিণত হল। কারণ নম্র-স্বভাবের লোকেরা এ ধরনের পরিস্থিতি বরদাশত করতে পারে না। নানা চেষ্টা করেও গোলামটিকে কোনভাবেই শান্ত করা গেল না. লোকটি গোলামটিকে নদীতে ফেলে দিতে বলল। সকলে মিলে তাকে নদীতে ফেলে দিল।

IMG_20240919_113517.jpg

For work I use:


ডিভাইস
Xiaomi 10 lite
ফটোগ্রাফার
@almamun47
লোকেশন
Kishoreganj
ছবি তোলা
বাহিরে

নদীতে পড়ে কয়েকবার হাবুডুবু খাওয়ার পর তাকে চুল ধরে নৌকায় টেনে তোলা হল। গোলামটি দুহাত দিয়ে নৌকার পেছনের অংশ ধরে ঝুলতে থাকল। তারপর যখন তাকে নৌকায় তোলে আনা হল এক কোণায় চুপ করে বসে পড়ল। এতে বাদশা খুব আশ্চর্য হলেন. তিনি জিজ্ঞাসা করলেন:

-এর মধ্যে কি হেকমত ছিল?
জ্ঞানী ব্যক্তি জবাব দিল:

-ইতিপূর্বে সে ডুবে যাওয়ার কষ্ট অনুভব করে নাই। নৌকায় নিরাপদ থাকার কদর ঐ ব্যক্তিই জানে যে কোন বিপদে পতিত হয়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...