সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।
সকল মানুষের কাছেই পরিচিত একটি স্তন্যপায়ী প্রাণী হলে হরিণ।তবে এই হরিণ সব জায়গাতে দেখা যায় না।আমাদের দেশের বেশ কয়েকটি জায়গাতে এই হরিণ দেখা যায়।হরিণ সম্পর্কে সকল মানুষেরই কম বেশি ধারণা রয়েছে।পাহাড়ি অঞ্চলে হরিণ সবচাইতে বেশি পরিমাণে দেখা যায়।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
বন জঙ্গল এবং তৃণভূমি অঞ্চল গুলোতে হরিণের দেখা মেলে।হরিণ গুলো দেখতে ভীষণই সুন্দর হয়ে থাকে।হরিণের সৌন্দর্য অতি স্বচ্ছ।হরিণ দ্রুত গতিতে দৌড়াতে পারে এবং এগুলোর চটপটে স্বভাবের কারণে সকল মানুষের কাছে এটি পরিচিত।হরিণ প্রচুর পরিমাণে দৌড়াতে পারে।
হরিণের অনেকগুলো প্রজাতি রয়েছে।কিছু হরিণ খুব ভীষণ লম্বা হয়ে থাকে।আবার কিছু হরিণ বয়স বৃদ্ধি পেলেও আকৃতিতে ছোটই থাকে।যেই হরিণ গুলো উচ্চতায় বেশি পরিমানে লম্বা হয়।সেই হরিণ গুলোই দেখতে বেশি সুন্দর হয়ে থাকে।