সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা প্যাচিফাইটাম গাছ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
প্যাচিফাইটাম গাছ গুলো আমাদের দেশের সকল মানুষের কাছে খুব বেশি পরিচিত নয়।অনেক মানুষই আছে যাদের এই গাছ সম্পর্কে কোনো ধারণা নেই বললেই চলে।প্যাচিফাইটাম গাছ গুলোকে অনেকেই বাহারি পাথুরে গাছও বলে থাকে।একেক জায়গায় এই গাছটির একেক রকম নাম রয়েছে।
প্যাচিফাইটাম গাছের পাতা গুলো খুবই মোটা প্রকৃতির হয়ে থাকে।পাতা গুলো গাছের গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত হয়ে থাকে এবং খুবই ছোট ছোট হয়ে থাকে।এই গাছের পাতা গুলো খুবই মসৃণ হয়ে থাকে।সকল মানুষের চোখে পরার মতো একটি গাছ হলো প্যাচিফাইটাম।
এই গাছ গুলোর বেশ কয়েকটি প্রজাতী রয়েছে।প্যাচিফাইটাম গাছের পাতা গুলো সবুজ এবং হালকা গোলাপি রঙের হয়ে থাকে।প্যাচিফাইটাম গাছ গুলো গ্রীষ্মকালীন এবং বসন্তকালেই সব চাইতে ভালো জন্মে।প্যাচিফাইটাইম গাছের ফুল গুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
প্যাচিফাইটাইম ফুল গুলো তিনটি রঙের হয়ে থাকে।সেগুলো হলো সাদা,গোলাপি এবং লাল রঙের হয়ে থাকে।প্যাচিফাইটাইম গাছ গুলোকে অনেকেই ইনডোর প্লান্টও করে থাকে।প্যাচিফাইটাম গাছ গুলো অনেকে টবে লাগিয়ে বেলকোনিতে ঝুলিয়ে রাখে।দেখতে অপূর্ব দেখায়।