সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা কসমস ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
কসমস সালফিউরিয়াস ফুল গুলো দেখতে ভীষণই সুন্দর হয়ে থাকে।আমাদের দেশে কসমস ফুলের প্রচুর পরিমানে জনপ্রিয়তা রয়েছে।যে কোনো ফুলের বাগানে গেলেই এই কসমস ফুল টি দেখা যায়।কয়েকদিন আগে একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম।
সেখানে গিয়েই এই কসমস ফুলটির দেখা পেলাম।সব ধরনের ফুলই যেন চারদিকের পরিবেশকে একটি অন্যরকম সৌন্দর্যে আবদ্ধ করে ফেলে।একটি প্রবাদ বাক্যে আছে,মানুষের জীবনকে ফুলের মতো সাজানো উচিৎ।বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই কসমস ফুলটি অনেক লাগিয়ে থাকে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
এই ফুল গাছ গুলোর খুব বেশি যত্নের প্রয়োজন হয় না।খুব বেশি পরিমাণে সার বা ঔষধ এই গাছ গুলোর উপর প্রয়োগ করতে হয় না।এই কসমস ফুল গুলোকে অনেকে রঙিন ফুলও বলে থাকে।বাগান প্রেমীদের জন্য খুবই সৌন্দর্যপূর্ণ একটি ফুল গাছ হলো কসমস ফুল।