সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা বিভিন্ন ধরনের পাখি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
পাখি ভালোবাসে না এমন মানুষ হয়তো খুব কম পরিমানেই রয়েছে।পাখি হলো খুবই শৌখিন একটি প্রানি।যা খুবই নরম প্রকৃতির হয়ে থাকে।তাদের শরীর খুবই নরম হয়ে থাকে।পাখিদের শরীরের রক্ত খুবই উষ্ণ হয়ে থাকে।পাখিদের পুরো শরীরটাই পালক দিয়ে আবৃত থাকে।
আর সকল পাখিই সব সময় উড়ার ক্ষমতা রাখে।পাখি গুলো ছোট থাকা অবস্থায় উড়তে পারে না।তবে একটু বড় হওয়ার সাথে সাথে তারা উড়া শিখে যায়।পৃথিবীতে কয়েক হাজার রকমের পাখি রয়েছে।আমাদের দেশে অল্প কিছু পাখিই দেখা যায়।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
সেগুলো হলো:দোয়েল,শালিক,ময়না,টিয়া,চড়ুই, কোকিল,কাক,মাছরাঙা,বলবুলি,টুনটুনি,ঘুঘু,কাঠঠোকরা,বক,কবুতর আরো নানা রকমের পাখি।আমাদের দেশে এই কয়েক রকমের পাখিই দেখা যায়।পৃথিবীতে নানা ধরনের পাখি রয়েছে।সেগুলোর মধ্যে কিছু পাখি গান গায়।কিছু কিছু পাখি কথা বলে।কিছু পাখির শুধু শিকারি করাটাই পেশা।