সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা শীতকালীন ফল কমলা লেবু নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
খুবই জনপ্রিয় একটি ফলের মধ্যে কমলা একটি।সকল মানুষই এই ফলটি খেতে খুব বেশি পরিমানে পছন্দ করে।এই ফলটি সাধারণত সরাসরি খেয়ে ফেলা যায় না।এই ফলটির উপরে একটি শক্ত আবরণ থাকে।সেটি খুলে ফেলার পর এই ফলটি খেতে হয়।কমলা লেবু টি ছোট জাতীয় ফল।সাধারনত বাতাবি লেবুর মতো বড় হয় না।এটি একটি ছোট ফল হিসেবেই আমাদের সকলের কাছে পরিচিত।
কমলা লেবুটি কাঁচা থাকা অবস্থায় সবুজ রঙের হয়ে থাকে এবং পেকে যাওয়ার পরে কমলা রং ধারণ করে।কমলা লেবুটি পাকলে অনেক সময় লালচে বর্ণের ও হয়ে থাকে।এই কমলাগুলোর খোশাগুলো অনেক পাতলা হয়ে থাকে।আর খুব সহজেই খোশাগুলো ছাড়ানো যায়।কমলা লেবুর রং টি কমলা হওয়াতে এই ফলটি কমলা লেবু নামে পরিচিত।
এই ফলের মধ্যেও ভেদাভেদ রয়েছে।অনেক রকমেরই প্রজাতি রয়েছে এই ফলের।বিভিন্ন প্রজাতির কমলা বিভিন্ন রকমের হয়ে থাকে।কোন প্রজাতির ফল একটু বড় হয় কোন প্রজাতির ফল একটু ছোট হয়ে থাকে।কমলার মধ্যেও ভেদাভেদ রয়েছে।কিছু কমলা টক হয়ে থাকে।আবার কিছু কমলা মিষ্টি হয়ে থাকে।খুবই রসালো একটি ফল হলো কমলা লেবু।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
কমলা লেবুর গাছ উচ্চতায় খুব বেশি লম্বা হয় না।কমলা লেবুর গাছটি ১০ মিটার মানে উচ্চতায় ৩০ ফুটের বেশী লম্বা হয় না।আমাদের দেশে এখন চাইনিজ কমলাও চাষ করা হচ্ছে।এ চাইনিজ কমলা চাষ করে মানুষ খুব ভালো ফলনও পাচ্ছে।এই চাইনিজ কমলা লেবু গাছ গুলো ৫০ থেকে ৭০ বছর পর্যন্ত বাচে এবং যত বছরই বেঁচে থাকে তত বছরই ফলন দিয়ে থাকে।
কমলালেবু আমার খুবই পছন্দের একটি ফল। কমলালেবু খেতে খুবই সুস্বাদু। কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে।
কমলা পাকা অবস্থায় দেখতে অনেক সুন্দর লাগে।
কমলা খেতে মিষ্টি লাগে।
বাংলাদেশে অনেক জায়গায় কমলার বাগান করা হচ্ছে। ইনশাল্লাহ আমিও কমলার গাছ লাগাব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @nixiee with a 4.454147599328057 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @upex with a 0.21% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Visit https://botsteem.com to utilize usefull and productive automations #bottosteem #upex
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit