সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা ডালিয়া ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
শীতের সময় চারদিকে নানা রকমের ফুল ফোটে।সেগুলোর মধ্যে একটি হলো ডালিয়া ফুল।ডালিয়া ফুলটি দেখতে খুবই সুন্দর হয়ে থাকে।এই ফুল গুলো দেখতে এতটাই সুন্দর।যে আমি আমার ফুলের বাগানে অনেক গুলো ডালিয়া ফুল গাছটি লাগিয়েছি।শীতকালীন সময়েই ডালিয়া ফুল গুলোকে ফুটতে দেখা যায়।
শীতকালীন সময়ে যে সকল ফুল গুলো ফোটে।তার মধ্যে ডালিয়া ফুলগুলো সবচাইতে বড় আকৃতির হয়ে থাকে।ডালিয়া ফুলের বেশ অনেক গুলো প্রজাতি রয়েছে।আমাদের দেশে একটি প্রজাতির ডালিয়া ফুল সবথেকে বেশি পরিমানে দেখা যায়।সেই প্রজাতিটির নাম হলো সংকর।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
অসম্ভব সৌন্দর্য বহন করে এই ডালিয়া ফুলগুলো।ডালিয়া ফুলগুলো সর্বপ্রথম আমেরিকার বিভিন্ন শহরে দেখা গিয়েছিল।তারপর থেকেই সারা বিশ্বে এটা ছড়িয়ে গিয়েছে।আমেরিকানরাই এই ফুলটির নাম দিয়েছে ডালিয়া।ডালিয়া ফুল দিয়ে নানা রকমের অনুষ্ঠানের মালা তৈরি করা হয়ে থাকে।