সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা চন্দ্রপ্রভা ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
চন্দ্রপ্রভা ফুল গুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে।সকল মানুষই ফুলকে ভালোবাসে।একটি মনোরম পরিবেশ তৈরি করে এই চন্দ্রপ্রভা ফুল গুলো।এই ফুল গুলো দেখতে খুবই বিনয়ী।এই ফুল গুলো দেখতে যেমন সুন্দর,ঠিক তেমনি সুগন্ধটিও অসাধারণ।
তবে এখন আমাদের দেশে এই চন্দ্রপ্রভা ফুল গুলো খুব কম পরিমানেই দেখা যায়।এই চন্দ্রপ্রভা ফুল গ্ছ গুলো খুব বেশি পরিমানে ঝাপটালো হওয়ার কারনে প্রায় সকল মানুষই এই ফুল গাছ টি রোপন করতে চায় না।অতিরিক্ত ঝাপটালো হওয়ার ফলে এই গাছটির আশেপাশে থাকা গাছ গুলো সুন্দর ভাবে বেড়ে উঠতে পারে না।
তাই সকল মানুষই এই গাছটি রোপন করা থেকে এড়িয়ে যায়।তবে চন্দ্রপ্রভা ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর হওয়ার ফলে অনেকেই এই চন্দ্রপ্রভা ফুল গাছ গুলো বাড়ির এক কোনে লাগিয়ে থাকে।এই চন্দ্রপ্রভা ফুল গুলোর অনেক গুলো ভিন্ন ভিন্ন নাম রয়েছে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
এই চন্দ্রপ্রভা ফুল গুলোকে অনেকেই মাইক ফুলও বলে থাকে।কয়েক দিন আগেই একটি নার্সারিতে কিছু গাছ নিয়ে আসার জন্য গিয়েছিলাম।সেখানেই এই চন্দ্রপ্রভা ফুলের সাথে আমার দেখা হয়ে গেল।সকল প্রকারের ফুলকেই আমি ভীষণ ভাবে ভালোবাসি।