সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা তুরাগ নদী নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ একটি নদী হিসাবে তুরাগ নদী কে ধরা হয়ে থাকে।বাংলাদেশের ঢাকায় এই তুরাগ নদীটি অবস্থিত।গাজীপুর জেলার মধ্যে এই তুরাগ নদীটি সকলেরই প্রায় পরিচিত।তবে এই নদীটি খুবই খারাপ অবস্থায় রয়েছে।ভীষণই অপরিষ্কার এবং নোংরা এই নদীটি।
এই তুরাগ নদীর পানি গুলো খুবই অপরিষ্কার থাকে সব সময়।এই তুরাগ নদীটি বুড়িগঙ্গা নদীর সাথে মিলেছে।আমাদের দেশের এই দুইটি নদী কে সবাই মৃত নদী বলে থাকে।প্রচুর পরিমাণে দূষিত হওয়ার ফলে এই দুইটি নদী এখন হুমকির মুখে দাঁড়িয়ে আছে।আমাদের দেশের এই তুরাগ নদীটি গাজীপুর জেলায় অবস্থিত।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
মিরপর-১, ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
তুরাগ নদী এবং বুড়িগঙ্গা নদীটিও শীতলক্ষ্যা নদীর সাথে মিলে আছে।বর্ষাকালীন সময়ে নদীর পানি ভীষন ভাবে বেড়ে যায়।আবার শুষ্ক পরিবেশে পানি কমতে থাকে।তুরাগ নদীতে প্রচুর পরিমানে নৌপরিবহন রয়েছে।সেখানে রয়েছে নৌকা এবং স্পিড বোট।স্পিড বোটে করে ঘুরতে যাওয়ার মধ্যে অন্য রকম ভালো লাগা রয়েছে।