সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।
কলেজের প্রতিটি দিনই ছিল আমাদের কাছে খুবই মধুময় দিন।কলেজ জীবনটা যেন সত্যিই অন্যরকম একটি সুন্দর অধ্যায়।কলেজের শুরুতে নতুন নতুন বন্ধু বান্ধবীদের সাথে পরিচিত হই আমরা।কিছু কিছু বান্ধবী আছে যাদের সাথে সব সময়ের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়।সেই দিন গুলো সত্যিই ভোলার নয়।বিদায় বেলাটা সত্যিই অনেক কষ্ট দায়ক হয়ে থাকে।
কলেজ জীবনটা যেন খুবই সুন্দর কয়েকটি মুহূর্তের মধ্যেই কেটে যায়।দেখতে দেখতে পার হয়ে যায় দুইটি বছর।প্রতি বছরই কলেজে একটি একটি করে বিদায় হয়ে যাচ্ছে এক একটি ব্যাচ।সেদিন ছিল আমাদের বিদায় বেলা।সেই দিনটি খুবই কষ্টের ছিল।কতটাই না যেন স্মৃতি জড়ানো ছিল সেই মুহূর্ত গুলো।যখন বান্ধবীরা সবাই একসাথে মাঠে বসে গল্প করতাম,আড্ডা দিতাম।
দিনশেষে সব ভালো লাগা, খারাপ লাগার গল্প গুলো একে অপরের সাথে আলোচনা করতাম।খুবই ভালো লাগার ছিল সেই সময় গুলো।কলেজ জীবনের শেষ বিদায়ের অনুভূতিটা যেন কোনো কিছুর সাথেই মিলানো যায় না।কতটা মধুময় সময় কাটিয়েছি শিক্ষকগন দের সাথে।তাদের কাছ থেকে কত কিছুই না শিখেছি।তারা আপ্রাণ চেষ্টা করেছে,যাতে আমরা একটু ভালো ফলাফল করতে পারি।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
কোটচাঁদপুর,ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
তাদেরকে আমাদের তরফ থেকে হাজারো ধন্যবাদ জানালেও সেটি কম হয়ে যায়।শিক্ষক মানেই বাবা-মায়ের সমতুল্য।তাদেরকে আমরা সবাই অনেক সম্মান করি এবং অনেক শ্রদ্ধা করি।আমরা তাদের কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে থাকবো।আজ এখানেই শেষ করছি আমার কলেজ জীবনের শেষ দিনটির সে কষ্টময় এবং দুঃখজন বিদায়ের কথাগুলো।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit