ক্ষুদ্র ও কুটিরশিল্প নিয়ে আমার আজকের আলোচনা।। পার্ট-2

in blog •  3 days ago 
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা ক্ষুদ্র ও কুটিরশিল্প নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

সেগুলো হলো:মাটির কলস,হাঁড়ি-পাতিল,মগ, ফুলের টব এবং পোড়া মাটি দিয়ে নানা রকমের মেয়েদের অলংকার।যা সকল মেয়েরাই পড়তে ভালোবাসে।মাটির তৈরি অলংকার গুলো দেখতে খুবই সুন্দর এবং মজবুত হয়ে থাকে।যা অনেক দিন পর্যন্ত ব্যবহারের উপযোগি হয়ে থাকে।কুটির শিল্পের মধ্যে আরো রয়েছে কাঁসার তৈরি নানা রকম থালা-বাটি।

IMG20250129140336.jpg

যা দেখতেও অপূর্ব সুন্দর হয়ে থাকে।কাঁসার তৈরি জিনিসপত্র আমার ভীষণ ভালো লাগে।আমার বাড়িতেও অনেক গুলো কাঁসার জিনিসপত্র রয়েছে।যা আমি দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি।কুটিরশিল্পে মেয়েরা বেশি আগ্রহি হয়ে থাকে।এই সব কুটিরশল্পের নানা রকমের জিনিসপত্র মেয়েদেকেই বেশি তৈরি করতে দেখা যায়।

IMG20250129140253.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
মিরপুর-১, ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

কাঁথা সেলাই করা থেকে শুরু করে নানা রকমের জিনিসপত্র মেয়েরাই তৈরি করতে পারে।মেয়েরাও নিজের পায়ে দাড়াতে পাড়ে নানা রকম কাজ করে।কুটিরশিল্প বাঙালিদের জীবনে অতপ্রতো ভাবে জড়িত।আমাদের দেশে কুটিরশিল্পের ব্যপক জনপ্রিয়তা রয়েছে।

"ধন্যবাদ জানিয়ে সকলের থেকে বিদায় নিচ্ছি।সবাই খুব ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।"
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!