সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা ডালিয়া ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
কিছু প্রজাতির ডালিয়া ফুল খুব বড় আকৃতির হয়ে থাকে।আবার কিছু প্রজাতির ডালিয়া ফুল ছোট আকৃতির হয়ে থাকে।ডালিয়া ফুলগুলো বেশ কয়েকটি রঙের হয়ে থাকে।এগুলো হলো:সাদা,লাল, হলুদ,কমলা,গোলাপি এবং বেগুনি।আমার খুবই পছন্দের কিছু ফুলের মধ্যে একটি হলো ডালিয়া ফুল।
এই ডালিয়া ফুল গাছগুলো উচ্চতায় খুব বেশি লম্বা হয় না।ডালিয়া ফুল গাছের উচ্চতা ৫ থেকে ৬ ফুট হয়ে থাকে।প্রজাতি অনুযায়ী গাছের উচ্চতা বোঝা যায়।ডালিয়া ফুল গুলো অনেক বেশি পরিমানে পাপড়ি যুক্ত হয়ে থাকে।ডালিয়া ফুলের পাপড়ি গুলো খুবই ঘন হয়ে থাকে।ডালিয়া ফুলের পাপড়ি গুলো খুবই মসৃণ এবং স্বচ্ছ হয়ে থাকে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
ডালিয়া ফুল গুলো আমাদের দেশে অনেক জায়গাতেই চাষ করা হয়ে থাকে।ফুলগুলো চাষ করার জন্য সর্বপ্রথম মাটি নির্বাচন করতে হয়।ডালিয়া ফুল চাষের জন্য দোআঁশ মাটি সবথেকে ভালো।তাহলে মাটি গুলো খুবই উর্বর হওয়া প্রয়োজন।তবেই ফুলের চাষ খুব ভালো হবে।ডালিয়া ফুলের চাষ করার পদ্ধতি গুলো খুবই সহজ।