সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা বকুল ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
বন্ধু-বান্ধব মিলে আমরা মাঝে মাঝেই বকুল ফুলের গাছের নিচে বসে আড্ডা দিয়ে থাকি।বকুল ফুল মানেই সকল মানুষের কাছে অতি পরিচিত একটি ফুল।শোভাবর্ধন কারী কিছু ফুলের মধ্যে বকুল ফুল একটি।বকুল ফুল গুলো দেখতে খুবই স্বচ্ছ এবং সুন্দর হয়ে থাকে।বকুল ফুল গুলো খুবই সুগন্ধি যুক্ত হয়ে থাকে।বকুল ফুলের ঘ্রান এতটাই সুন্দর,যে সকল মানুষই এই ফুলটিকে পছন্দ করে।বকুল ফুলের সুগন্ধ দীর্ঘ স্থায়ী হয়ে থাকে।এই ফুলটি পুরোপুরি ভাবে শুকিয়ে গেলেও এর সুগন্ধটা ঠিক থেকেই যায়।
এই বকুল ফুলের মালা তৈরি করা হয়ে থাকে।সেগুলো অনেকেই চুলে অথবা সাজ-সজ্জার কাজে ব্যবহার করে থাকে।ফুল খবই আকর্ষনীয় একটি বস্তু।একটি ফুলই পারে সকল মানুষকে আকর্ষন করতে।বকুল ফুল গাছ গুলো উচ্চতায় অনেক বড় হয়ে থাকে।বকুল ফুল গাছের পাতাগুলো সবুজ এবং খুবই চকচকে হয়ে থাকে।বকুল ফুল গাছে ফলও ধরে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
বকুল ফল পাকলে সেটি খাওয়া যায়।বকুল গাছের পাকা ফল খেতে খুবই মিষ্টি হয়ে থাকে।বকুল গাছের ফল গুলো খুবই ছোট হয়ে থাকে।বকুল ফলগুলো পাকলে কমলা রঙের হয়ে থাকে।আমরা চাইলেই বাড়ির উঠানে একটি বকুল ফুল গাছ লাগাতে পারি।বাড়িতে গাছপালা থাকলে বাড়িতে ছায়া হয়।আর বকুল ফুল গাছগুলো অনেক বড় হওয়ার কারণে বাড়িতে ছায়াও থাকবে এবং একটি ফুল গাছও থাকবে।