ধান হলো বাংলাদেশের অর্থকরী ফসল।। পার্ট-2

in blog •  3 months ago 
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা অর্থকরী ফসল ধান নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

কিছু কিছু অঞ্চলে ধানের চাষ খুবই ভালো হয়ে থাকে।যে সব অঞ্চলে বৃষ্টিপাত বেশি পরিমানে হয়,সে সব অঞ্চলে ধানের চাষ ভালো হয়ে থাকে।নিচু অঞ্চল গুলোতেও ধানের চাষ খুবই ভালো হয়ে থাকে।পাহাড় কিংবা পাহাড়ের ঢালু জায়গা গুলোতেও ধান চাষ করা হয়।অত্যন্ত শ্রমনির্ভর কাজ হচ্ছে ধান চাষ করা।ধান চাষ করতে হলে অনেক শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে।

IMG20240808182429.jpg

IMG20240808182422.jpg

এইজন্যই যেসব অঞ্চলের শ্রমিকের খরচ কম সেই সব অঞ্চলে ধান চাষ করা খুবই সহজ হয়ে থাকে।বাংলাদেশের ময়মনসিংহ জেলায় সব থেকে বেশি পরিমানে ধান চাষ করা হয়ে থাকে।সেখানে ধান উৎপাদনে পরিমাণটাও বেশি হয়ে থাকে।আমাদের দেশে মোট ধান উৎপাদনের শতকরা ৮৫ ভাগ আসে।

IMG20240808182432.jpg

ধান উৎপাদন করার জন্য সর্ব প্রথম কাজ হলো জমি প্রস্তুত করা।জমিতে চার থেকে পাঁচটি চাষ এবং মই দিয়ে জমি প্রস্তুত করতে হয়।ধান লাগানোর আগে জমটি কে থকথকে কাদাময় করে নিতে হয়।জমি তৈরি করার জন্য গোবর সার এবং কম্পোস্ট সার পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হয়।বাংলাদেশের প্রধান ফসল হলো ধান।

IMG20240808182505.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

তাই আমাদের দেশে ধানের চাষ খুব বেশি পরিমাণেই হয়ে থাকে।আমাদের দেশের রংপুর অঞ্চলে উশফি ধানের চাষ বেশি হয়।এবং ওই অঞ্চলটিতে উশফি ধান খুবই জনপ্রিয়।এই উশফি ধানের মধ্যে অনেকগুলো প্রয়োজনীয় গুণাগুন রয়েছে।উশফি ধানের বিশেষ একটি বৈশিষ্ট্য রয়েছে।এই ধানগুলো পেকে গেলও ধান গাছ গুলো সবুজই থাকে।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ধানের সময় আসলে মাঠের দৃশ্যের জন্য পাল্টিয়ে যায়। যখন ধান গাছগুলো কাছে থাকে, মাঠ সবুজে ঘেরা থাকে। আবার যখন ধানগুলো পেকে যায়, মাঠ তখন সোনালী রং ধারণ করে, দেখতে অনেক সুন্দর লাগে।।

What a wonderful post about preparing the land for planting rice! 🌾 I love how you've shared your process of making the soil ready for cultivation, including using cow dung and compost to ensure optimal growth. 👍 It's great to see farmers taking such care in their work. 😊 The photo of the Oppo A17 is a nice touch too! 📱

I'm impressed by the amount of effort that goes into growing rice in Bangladesh, especially with the variety you've mentioned - Ushti Bokra. I've heard it's one of the most popular types in the country. Did you know that Bangladesh produces over 35 million metric tons of rice annually? 🌟 That's a lot of delicious and nutritious food for people to enjoy!

Your post has made me curious about agriculture and farming practices in your region. What do you think is the biggest challenge facing farmers like yourself, and how can we work together to address them? 🤔

I also gave you a 0.21% upvote for the delegations you have made to us. Increase your delegations to get more valuable upvotes. Cheers! 🎉

Help Us Secure the Blockchain for You

Your vote matters! Support strong governance and secure operations by voting for our witnesses:

Get Involved

Congratulations, your post has been upvoted by @nixiee with a 4.452494164048227 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.