সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা বর্ষাকালীন ফুল কলাবতী নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
কলাবতী ফুল গুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে।এই ফুল গুলোকে অনেকে ক্যানা প্যানিকুলাটা ফুল ও বলে থাকে।তবে এটি আমাদের দেশের সকলের কাছে কলাবতী ফুল গাছ হিসাবেই পরিচিত।এই ফুলগুলো দেখতে অনেক রঙেরই হয়ে থাকে।তবে সকলের কাছে লাল রঙের এবং হলুদ রঙের ফুলটিই খুব বেশি পরিচিত।এই ফুল গুলো দেখতে একটু লম্বাটে আকৃতির হয়ে থাকে।কলাবতী ফুল গুলোর অনেক গুলো প্রজাতী রয়েছে।
কলাবতী ফুল গাছ গুলো বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে।এই কলাবতী ফুলগুলো বর্ষাকালেই বেশিরভাগ সময় ফুটতে দেখা যায়।কলাবতী ফুল গাছ গুলো উচ্চতায় খুব বেশি বড় হয় না।আদিভূমি অঞ্চলে এইগাছ গুলো বেশি পরিমানে জন্মাতে পারে।এই কলাবতী গাছ গুলো বনে-জঙ্গলে কিংবা বাগানেই বেশির ভাগ সময়ে দেখতে পাওয়া যায়।এই গাছ গুলোকে খুব বেশি পরিমানে যত্ন করার প্রয়োজন হয় না।
এই গাছ গুলো নিজে নিজেই বড় হতে থাকে।যত্ন ছাড়াই এই গাছ গুলো আমাদেরকে অনেক ফুল দিয়ে থাকে।এই ফুল গাছের পাতা গুলো কলা পাতার মতো দেখতে হয়।তাই এই গাছ গুলোকে কলাবতী ফুল গাছ বলা হয়ে থাকে।দেখতে খুবই সুন্দর এই ফুল গাছ গুলো চারদিকের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে।অপরূপ এই সৌন্দর্যের মাঝে বসবাস করতে সবাই ভালোবাসে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
এই কলাবতী ফুলগুলোর বেশ কয়েকটি রঙ রয়েছে।যা সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে খুব সহজেই।আমার ভীষণ ভালো লাগে এই ফুলগুলোকে।বর্ষাকালীন সময়ে এই ফুল গুলো বেশি ফুটে থাকে।এই ফুল গুলো বেশিরভাগ ফুটে থাকে বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত।এই কলাবতী ফুল গুলোকে অনেকে সর্বজয়া ফুলও বলে থাকে।