সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা চন্দ্র মল্লিকা ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
চন্দ্র মল্লিকা ফুলের তৈরিকৃত চা খুবই উপকারি। এটি সর্দি,কাশি এবং গলা ব্যাথা দূর করতে সাহায্য করে থাকে।শরীরকে সুস্থ রাখার জন্য মাঝে মাঝেই আমরা এই চন্দ্র মল্লিকা ফুলের তৈরি চা খেতে পারি।এটি আমাদের শরীরকে স্বতেজ করতে সাহায্য করে থাকে।
চন্দ্র মল্লিকা ফুলের মধ্যে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।এটি উচ্চ রক্তচাপ কমায় এবং হার্ট ভালো রাখতে সাহায্য করে থাকে।এটি মানসিক চাপ দূর করে এবং মনকে ভালো রাখার সাহায্য করে।নানা রকমের ত্বকের সমস্যা দূর করে থাকে, যেমন ব্রণ।
এটি হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে।চন্দ্র মল্লিকা ফুলের পাপড়ি দিয়ে নানা ধরনের চা তৈরি করা হয়ে থাকে।চারদিকের পরিবেশকে সুগন্ধময় করে তুলতে এই চন্দ্র মল্লিকা ফুল গাছ গুলো অনেকেই লাগিয়ে থাকে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
অনেক মানুষই আছে,যাদের ফুলে এলার্জি রয়েছে।তাদের উচিৎ এই সব ফুলের তৈরিকৃত যে কোনো জিনিস থেকে বিরত থাকা।ফুল মানেই সকল মানুষের কাছে একটি অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ।
চন্দ্রমল্লিকা ফুলের গুণাগুণ দারুন সুন্দর ভাবে আমাদেরকে জানালেন। এই ফুল যে সুন্দর তা এতদিন দেখে আসছি। কিন্তু এই ফুলের যে এত গুণ আছে তা জানতাম না। চন্দ্রমল্লিকা ফুলের চা সত্যিই শরীরের জন্য অনেক উপকারী। এত সুন্দর একটি স্বাস্থ্যসম্মত পোস্ট শেয়ার করবার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit