সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।
হরিণের সৌন্দর্য বৃদ্ধি পায় তার শিং এর মধ্যে।পুরুষ হরিণ গুলোর লম্বা লম্বা শিং হয়ে থাকে।কিন্তু মহিলা হরিণ গুলোর কোন শিং হয় না।ঘাস লতাপাতা এগুলোই সবচাইতে পছন্দের খাবার হরিনের।নানা ধরনের ফুল হরিণের পছন্দনীয় একটি খাবার।হরিণের গড় আয়ু ১০ থেকে ২০ বছর।
তবে কিছু কিছু হরিণ এর থেকে বেশি সময়ও বাঁচতে পারে।হরিণ যদি আবদ্ধ পরিবেশে বেড়ে ওঠে,তাহলে সেই হরিণ গুলো বেশি বেঁচে থাকতে পারে।এশিয়া,ইউরোপ এবং আমেরিকার কিছু কিছু অঞ্চল গুলোতে প্রচুর পরিমাণে হরিণ দেখা যায়।হরিণ ভীষণই চঞ্চল একটি প্রাণী।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
এই চাঞ্চল্যের জন্যই হরিণকে সকল মানুষই চিনে থাকে।আমাদের দেশের কিছু কিছু পশু পাখির খামারে কিংবা চিড়িয়াখানাতে এই হরিণ গুলো দেখা যায়।দলে দলে যখন হরিণগুলো দৌড়ায় দেখতে অসম্ভব সুন্দর দেখায়।হরিণের শরীরটা দেখতে খুবই সুন্দর।