সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।
শীতকাল মানেই আমাদের সকলের কাছে একটি অন্য রকম ভালো লাগা।শীতের সকালটা সত্যিই মধুর হয়ে থাকে।শীতের সকালের মিষ্টি রোদ যেন সকালটাকে অস্থির করে তোলে।শীতের সকালে মিষ্টি রোদে বসে চা খাওয়ার অনুভূতিটা যেন সব কিছুকেই যেন হার মানায়।শীতের সকালে ঘাসের উপরে হাঁটতেন আমার খুবই ভালো লাগে।ঘাসের উপরে জমে থাকা শিশির গুলো যেন প্রকৃতির মাঝে এক অদ্ভুত সৌন্দর্য ছড়িয়ে বেড়ায়।
শীতের দিনে খুব সকালে যখন বাহিরে বের হওয়া হয় তখন প্রকৃতিটা যেন পুরোই অদ্ভুত রকমের সৌন্দর্য ছড়িয়ে বেড়াচ্ছে।শীতের সকালে আমরা অনেক কিছুই খেয়ে থাকি।আগের দিনের ঐতিহ্যবাহী পিঠা গুলো আমরা মাঝে মাঝেই তৈরি করে খেয়ে থাকি।শীতের দিনে নানা রকম পুুলি-পিঠা খাওয়ার মজাটাই আলাদা।শীতের সকালে ঠান্ডার মধ্যে গরম গরম চিতই পিঠা খেতে আমার খুবই ভালো লাগে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
আমার ভীষনই পছন্দের পিঠার মধ্যে একটি হলো চিতই পিঠা।যে কোনো পিঠা খেতে আমার খুবই ভালো লাগে।কুয়াশাচ্ছন্ন একটি সকালে আমি এই ফটোগ্রাফি গুলো করেছিলাম।ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে।আমার পছন্দনীয় কিছু কাজের মধ্যে একটি হলো ফটোগ্রাফি।কুয়শায় ঘেরা শীতের সকালের ফটোগ্রাফি গুলো সত্যিই অস্থির রকমের সুন্দর হয়ে থাকে।