নদী পারাপারের প্রাচীনতম মাধ্যম হলো ফেরি।।নদ নদী আমাদের দেশের সম্পদ।।

in blog •  2 months ago 

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আবারো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।

আমাদের এই বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশের পরী মাটি থেকে সৃষ্টি হয়েছে এই ভূখণ্ড। নদ নদীর মাঝে জেগে ওঠা এই দেশকে বলা হয় বদ্বীপ। এটি পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ। দেশের সর্বত্র ছড়িয়ে আছে নদ-নদী, যার ফলে যোগাযোগ করার মাধ্যম হিসাবে ব্যবহার হয়ে থাকে ফেরি। ফেরির মাধ্যমে এক জেলা থেকে আরেক জেলায় যোগাযোগ করা হয়। এবং এটিতে করে যানবাহন পারাপার হয়।

IMG20241217130853.jpg

IMG20241217130852.jpg

বর্তমানে পদ্মা সেতু হওয়ার ফলে ফেরি পারাপারের চাপ কিস্র কমে এসেছে , এখন দেখা যায় অধিকাংশ গাড়ি পদ্মা সেতু হয়ে যায়। তবে আমাদের বাড়িতে যেতে আমরা দুটি পথ ব্যবহার করতে পারি। তুলনামূলকভাবে পদ্মা সেতু দিয়ে আমাদের যাতায়াত অনেক কম হয়।

IMG20241217130839.jpg

IMG20241217130533.jpg

বাংলাদেশের ফারাক্কা বাঁধের কারণে অনেক নদ নদী শুকিয়ে যাচ্ছে, এবং নদনদীর মাঝখানে বড় বড় দ্বীপ দেখা যাচ্ছে। যা আমাদের দেশের সম্পদের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করছে।

IMG20241217132625.jpg

বলা হয়ে থাকে নদ-নদী হচ্ছে একটি দেশের অর্থনৈতিক চালিকা শক্তি। নদ নদী একটি দেশের অর্থনীতির চাকা কে সচল রাখে। বিশেষ করে পার্শ্ববর্তী দেশের সাথে আমদানি ও রপ্তানি ক্ষেত্রে এর নদী পথ বেশ ব্যবহার করা হয়ে থাকে।

IMG20241217130540.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@dreamlife10
লোকেশন
বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

নদী আমাদের দেশের সম্পদ। এই নদীকে রক্ষা করা দায়িত্ব আমাদের। তাই ফারাক্কা বাঁধের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। রাষ্ট্রীয়ভাবে যেন বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয় সে আশায় ব্যক্ত করি।

ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি।আগামী দিন আবারো দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!