অনেক দিন ধরেই পিৎজা খেতে ইচ্ছে হচ্ছিল। কিন্তু সুযোগ পাওয়া যাচ্ছিল না। আজ এক ঢিলে দুই পাখি মেরে আসলাম Spark Cafe তে....
প্রোমোশনাল অফার চলছে। অর্ডার দেওয়ার মিনিট পাঁচেকের মধ্যেই পিৎজা এসে গেল। পিৎজায় চিজ এর পরিমাণ যথেষ্ট ছিল। চিকেন এভারেজ। কিছু সংখ্যক মাশরুমের দেখা পাওয়া গিয়েছে। তবে সাইজ ১০" হবে কিনা সন্দেহ আছে। না হওয়ার সম্ভাবনাই বেশি মনে হল। তবে খেয়ে ভালো লেগেছে বলতেই হবে।
Happy Eating 😊
Price: 300 (+45 tk vat)
Taste: 8/10
Environment: 9/10
Overall: 8/10
কালকেই যেতে হবে... লোকেশন টা কোথায়?? @heavenly-ideas
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit