আপনি স্টিমিটে নতুন তাই বুঝতে পারছেন না কিভাবে কাজ শুরু করবেন ? Bangla Blog_04

in blog •  7 years ago  (edited)

episode 04.jpg

বাংলাদেশী সকল স্টিমিয়ান্সদের পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের আর্টিকেল। স্টিমিট নিয়ে আমাদের অনেক প্রশ্ন। বিশেষ করে আমরা যারা নতুন স্টিমিটে মুভ করছি তাদের ক্ষেত্রে প্রশ্ন গুলো একটু বেশিই হয়ে থাকে।

আমি ২০১৭ সালের জুন মাসে স্টিমিট একাউন্ট করেছিলাম। তখন সত্যি বলতে তেমন কিছুই জানতাম না। আর যা জানতাম তার মধ্যে ৮০% ধারণা ছিল নেগেটিভ। প্রথম দিকের কিছু পোস্ট করেছিলাম সম্পর্ণ কপি করা। কারন তখন সত্যিই জানতাম না যে কপি পোস্ট করা যাবেনা। কমেন্ট তেমন করতে চাইতাম না। কারন জানতাম না কমেন্ট এর এত বেশি পজিটিব পাওয়ার।

আজকে আমি কিছু ধারণা দিবো নতুনদের। যারা এখনো বুঝতেছেননা কিভাবে শুরু করবেন ?

কমেন্ট করার মাধ্যমে শুরু করাটা অনেক বেশি পজিটিব -

যদি আপনি মোটামুটি ভাল ইংরেজিটা বুঝেন। যে কোন আর্টিকেল পড়লেই মেইন থিমটা বুঝতে পারেন। তাহলে আপনার জন্য কতটা যে পজিটিব স্টিমিটে ভাল করার সেটা আমি লিখে বুঝাতে পারবোনা। আমরা সাধারণত স্পাম্প কমেন্ট বেশি করি, আর তাই আমরা বুঝতে পারিনা কমেন্ট এর আসল পাওয়ার। আমি অনেক পারসোন কে দেখেছি আর্টিকেল না পড়েই কমেন্ট করে - নাইস পোস্ট, গুড পোস্ট, আপভোট প্লিজ ইত্যাদি নানান ধরণের নেগেটিভ টাইপের কমেন্ট। এসব কমেন্ট যে কোন আর্টিকেল রাইটারের কাছে খুবি বিরক্তিকর।

কমেন্ট কিভাবে বা কেমন টাইপের করা উচিৎ ?

খুব ভাল একটি প্রশ্ন! আমি ধরে নিচ্ছি আপনি মোটামুটি বা খুব ভাল ইংরেজিটা বুঝেন। এখন আপনি স্টিমিটের হোম পেইজ থেকে ট্রেন্ডিং টাইপের একটি আর্টিকেলে প্রবেশ করলেন। আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পারলেন যে এটি একটি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আর্টেকেল। এখন আপনি দুই থেকে তিন লাইনের একটি কমেন্ট করুন, যেই কমেন্ট টি ১০০% আর্টিকেল রিলেটেড হতে হবে। কমেন্ট টি এমন ভাবে করুন যেন আর্টিকেল রাইটার আপনার কমেন্ট এর রিপ্লাই দিতে ইচ্ছে পোষণ করে। সাপোস আপনি রাইটারকে আর্টিকেল রিলেটেড যে কোন একটি প্রশ্নের মাধ্যমে কমেন্টটি করতে পারেন, তাহলে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবারো বলছি কমেন্ট ১০০% আর্টিকেল রিলেটেড করবেন। দুই তিন লাইনের কমেন্ট করতে বলছি বলে যা ইচ্ছে করে দিবেন না। কারন বেশির ভাগ ক্ষেত্রেই আর্টিকেল রাইটার তাদের পোস্টের কমেন্ট গুলা পড়েন এবং যাদের কমেন্ট ভাল লাগে তাদেরকে আপভোটও দিয়ে থাকেন।

আপভোট পাওয়ার জন্য কিভাবে আর্টিকেল বাচাই করবেন?

ট্রেন্ডিং এ যেসব আর্টিকেল থাকে সেসব আর্টিকেলের আইডি গুলা সাধারণত ভোটিং পাওয়ার যুক্ত। আমরা জানি যাদের ভোটিং পাওয়ার আছে তাদের কাছ থেকে আপভোট নিতে পারলে আপনার রেপুটেশন অনেক দ্রুত বাড়বে। আমি সাজেস্ট করবো প্রথমে ট্রেন্ডিং এর আর্টিকেল গুলাকে ফোকাস করা। তারপর নিউ , হট, প্রোমোটেড এর আর্টিকেল গুলাও দেখবেন। তারপরেও আমি স্কিন সর্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখবেন কার ভোটং পাওয়ার কেমন - প্রথমে যেকোন একটি আর্টিকেল পড়ার জন্য বাচাই করার আগে সেই আর্টিকেলটি যিনি লিখেছেন তার আইডি তে প্রবেশ করবেন -
Voting value show.png
[Screen Short Picture ]

আইডিতে প্রবেশ করার পর দেখবেন নামের পাশে রেপুটেশন আছে, এর সাথেই ইংরেজি "আই" অক্ষরের মত একটা অপশন দেখতে পাবেন।এই আই অপশনে মাউস রাখলে কিছু ইনফরমেশন দেখতে পাবেন। এর মধ্যে ভোটিং বেলু ও দেখতে পাবেন
এই আই অপশনটি দেখার জন্য আপনাকে একটি এক্সটেনশন আপনার ক্রোম বাউজারে আগে ইনস্টল করে নিতে হবে। এক্সটেনশনটির নাম SteemPlus

শুধু কমেন্ট করে কেউ কি স্টিমিটে ভাল বেলু ক্রিয়েট করতে পেরেছে ?

আমি স্টিমিটে কাজ করছি এক মাস ১৫ দিনের মত হবে। অথচ আমি একাউন্ট করেছি ২০১৭ সালের জুন মাসে। কিন্তু কাজ শুরু করেছি মাত্র দের মাস। তাও রেগুলার মাত্র ১ ঘন্টার মত টাইম দেই। আমি কমেন্ট করে খুব ভাল না হলেও মোটামুটি ভাল রেপুটেশন গেইন করেছি। পাশাপাশি আর্টিকেল ও দিয়েছি। শুধু কমেন্ট করে কেউ ভাল কিছু করছি কিনা সেটা দেখার জন্য এখান থেকে একটা আইডি দেখে আসতে পারেন। এই আইডি টা মাত্র ১ মাসে আজকের অবস্থানে শুধু মাত্র কমেন্ট করেই।

আশা করছি এতক্ষনের আলোচনার বুঝতে পেরেছেন যে, কমেন্ট কতটা পাওয়ারফুল যদি সঠিক ভাবে করতে পারেন। স্পাম্প টাইপের কমেন্ট না করে আর্টিকেল বুঝে কমেন্ট করে যেতে পারলে স্টিমিট থেকে একটা সময় ভাল ইনকাম জেনারেট করতে পারবেন।

আজকে কমেন্ট নিয়েই লিখলাম। যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর্টিকেলটি ভাল লাগলে আপভোট দিয়ে উৎসাহিত করবেন।

পরবর্তি আর্টিকেল পেতে আমাকে ফলো করুন এখান থেকে

Bangla Blog Episode_03

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Very nice and thoroughly written. Well done

apner comment paile amr kaj korte aro besi icche hoye jay. thanks vhaiya for your positive comment !!

As Always you strike bro. keep it up

অনেক ধন্যবাদ সাগর ! এই টাইপের আর্টিকেল লিখতে একটু বেশি সময় লেগে যায়। তোমার সাপোর্ট সব সময় পাচ্ছি এটাই আমার জন্য অনেক পজিটিব

Good writting. Informative also. Keep it up. Please write about some discord channel, is they are useful or not?

My Knowledge is not good about discord channel. I write about what I understand.
Thanks for comment and question

Thank you brother
This post helpful for us

Most Welcome dear brother!

Hi, you are doing great... keep going ⛷️

Thank You @help4u for supporting me

Congratulations @kawkab! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of posts published

Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.

To support your work, I also upvoted your post!
For more information about SteemitBoard, click here

If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Upvote this notification to help all Steemit users. Learn why here!

vaijan, apnar sathe contact korar way ase?

thakle janan.