মেডিকেলীয় রজ্ঞ!

in blog •  7 years ago 

প্রফ পরীক্ষার ভাইভা বোর্ডে প্রফেসরদের পাশে টুল নিয়া হেল্পিং হ্যান্ড হিসেবে রেজিস্ট্রাররা বইসা থাকে। ইশারা ইংগিতে স্টুডেন্ট কে কিছু বলে দেয়ার জন্য। কিন্তু ইশারা বুঝতে হলে "Third Eye" স্ট্রং থাকতে হবে। যারা এটা না বুঝে, তারা পড়ে গর্তের মধ্যে।

উদাহরন নিম্নরূপঃ প্রফ এর মেডিসিন ভাইভা বোর্ডে একজন কে জিজ্ঞাসা করা হলো - "নিউমোথোরাক্সের" চিকিৎসা কি?

  • ছাত্রী তো বলতে পারছে না।

পাশে তাকানোর সাথে সাথে রেজিস্ট্রার ইশারা দিয়ে আস্তে করে বললো " ওয়াটার সিল ড্রেইনেজ"।

ওই ছাত্রী তো ভালো ভাবে বুঝলো না কি বলছে। শুধু ওয়াটার শব্দটা শুনেছে।

তাই সে আমতা আমতা করে বলছে - স্যার… ওয়াটার, ওয়াটার..…..…..…।!!!

প্রফেসর বললো - হা , হচ্ছে তো, পুরোটা সুন্দর করে বলো।

এবার ওই ছাত্রী না বুঝেই বলে দিলো - স্যার, ওয়াটার খেতে দিবো রোগী কে।

:p :p

মোরাল অফ স্টোরিঃ Eye doesn't see , if mind doesn't think.

#সত্যঘটনাঅবলম্বনে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!