হেল্লো স্টিমিট বাসি কি খবর সবার? কেমন আছেন আপনারা। এতোদিন পোস্ট দেইনি কারন কি নিয়ে পোস্ট দিব ভেবেই পাচ্ছি না। তাই আর পোস্ট ও দেওয়া হচ্ছে না। সত্যি এখনো আমার মাথায় আসছে না কি লিখব পোস্ট এ।
যাই হোক। আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। তবে কাল থেকে মনে হয় আর ভালো থাকব না। কাল থেকে আমার ৫ম পর্বের ক্লাস শুরু। ক্লাস শুরু মানে পেরা শুরু। একে তো গরম। তার উপর গাড়ি কম রোডে। আর ভয়ঙ্কর জ্যাম তো আছেই। একেবারে সিদ্ধ হয়ে যাই। তবে এটা ভেবে ভালো লাগছে লাইসেন্স বিহীন কোন গাড়ি রোডে দেখা যায় না। যদিও একটু ভোগান্তি। তাও চলে। এক্সিডেন্ট তো আর হবে না।
এই কয়দিন ভালই আন্দোলন হইছে। যদিও আওয়ামী কুত্তার বাচ্চাদের জন্য ঠিক মত আন্দোলন ও করা যায় না। ওরা এক এক টা অনেক খারাপ হয়। জানোয়ার এর থেকেও খারাপ। ওদের বিচার আল্লাহ ছাড়া কেও করবে না। আল্লাহ ওদের উপর গজব ফালাক তাইলে সবাই খুসি হবে।
যৌক্তিক আন্দোলন ছিল। নিরাপদ সড়ক এর জন্য। কিন্তু কুত্তালীগ সেটাও সহ্য করলো না। আরে নিরাপদ সড়ক তো সবার জন্যই। খালি কি ছাত্র/ছাত্রী রাই এর সুফল ভোগ করবে? দেশের সবাই এটার সুফল পেতো। কিন্তু ওরা শান্তি মত আন্দোলন ও করতে দিল না।
আসলে কথা কি এদেশে বিচার নাই। যত দিন না বিচার বেবস্থা ঠিক হবে ততদিন কিছুই হবে না।
মাঝে মধ্যে তো মনে চায় এদেশ ছেড়ে চলে যাই।
যাক আজ মন টা অনেক ভালো। আজ আমার পিসির জন্য একটা Head Phone কিনেছি। কিনে মারাই খাইছি। সাউন্ড কোয়ালিটি ভালই। বেস আছে অনেক। তবে সাউন্ড কম অনেক। এটাই ভালো লাগলো না।
এইযে আমার হেড ফোন। এটার দাম পরেছে ৭৫০ টাকা। যেটা মারা খাইছি। A4 tech এর হেডফোন কিনতে গিয়ে কেন যে এটা কিনলাম। আল্লাহ ই ভালো জানে।
![](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmeKUbveh8U6VydiToKNi6cTViCMGo6kdeqMqVPtcrSbXm/myone.gif)
Use decent language here, Don't abuse any political party. If you want some help from our community join now: https://discord.gg/Z3P6bbt
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা কোরি হেদফন টা ভাল হবে!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit