আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
গ্রাম অঞ্চলে বাঁশ শিল্প অনেক বেশি পরিচিত, এখন পাশাপাশি ঢাকা শহরে ও এই শিল্পকলা গুলো ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পথে ঘাটের মোরে ছোট দোকানে বসে লোকেরা তাদের এই হস্তশিল্প তৈরি করিয়ে যাচ্ছে। বাঁশের তৈরি এই ঘরের আসবাবপত্র গুলো এতটা সুন্দর হয় যা যে কেউ দেখলে সহজেই পছন্দ করে নিবে। এই হস্তশিল্প গুলো আমাদের দেশের ঐতিহ্যকে ধরে রাখে। এই বাঁশ শিল্পের মাধ্যমে লোকেরা এমন এমন কিছু জিনিস তৈরি করে যা আমাদের কাছে খুবই পছন্দনীয় হয়ে যায়। গ্রামে চলে এই জিনিসগুলোর ব্যবহার খুবই বেশি ছিল, পাশাপাশি সেই শিল্পকলা গুলো এখন ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Chandpur, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
বাঁশের তৈরি এই শিল্পকলা গুলো আমাদের দেশের খুবই প্রাচীন একটি ঐতিহ্য। আদিকালের মানুষের কাছে বর্তমান যুগের মত প্রযুক্তি ছিল না, তারা সে সময় টিকে থাকার জন্য এমন কিছু তৈরি করেনিতো যেটা দিয়ে তাদের পরবর্তী প্রজন্ম চালিয়ে যেত। আমাদের এদেশে অনেক আরো শিল্পকলা রয়েছে যেগুলো আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তাদের এই শিল্পকলা গুলো বছরে একটি অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানে সবকিছু দেখা যায়।