প্রতিটি সূর্যাস্তের পরেই একটি অসম্ভব সুন্দর কাল্পনিক দৃশ্য দেখা যায়।

in blog •  5 months ago 

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

সূর্যাস্তের পর পশ্চিম আকাশের লাল লালিমা নিয়ে আমি আপনাদের সাথে অনেক কথা বলেছি। বেশ কিছুদিন ধরেই আমি ঠিক এই একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম, এতদিন বিকেলে সন্ধ্যা হওয়ার অপেক্ষায় আমি জানালা দিয়ে তাকিয়ে থাকতাম মনে করতাম যে হয়তো আজকে ঠিক এরকম একটি দৃশ্য দেখতে পাবো এবং পাশাপাশি আমি আমার ছবির ফ্রেমে বন্দি করে রাখতে পারব। কিন্তু সেই মুহূর্তটা আর কখনো আসে না।

1723726747188.jpg

গতকাল বিকেলে খাওয়া-দাওয়া করে কাজ শেষ করে আমি একটু টায়ার্ড ছিলাম, তাই বিশ্রামের জন্য শুয়ে পড়লাম কখন যে ঘুমিয়ে গিয়েছে বুঝে উঠতে পারিনি। ঘুম থেকে উঠে দেখলাম সন্ধ্যা হওয়ার মতো অবস্থা বাহিরে তাকাতেই এমন সুন্দর একটি দৃশ্য আমি দেখতে পাই। আকাশের দৃশ্য দেখে আমার নিজের কাছে খুব ভালো লাগলো, ঘুম থেকে উঠে এমন একটা দৃশ্য ভাগের ব্যাপার। ছটফট করে উঠে ছবি তুলে নিলাম তারপর কিছুক্ষণ তাকিয়ে রইলাম এ দৃশ্যের দিকে। সত্যি প্রকৃতি কত সুন্দর আমরা কখনো তা কল্পনাও করতে পারি না।

1723726747191.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

আপনারা কখনো এমন সুন্দর্য যেসব করেছেন কিনা আমি জানিনা, তবে আপনাদের উচিত এরকম একটা মুহূর্তে এরকম দৃশ্যগুলো উপভোগ করা। আমার ছবি তুলতে খুব ভালো লাগে যার ফলে আমি যে কোন মুহূর্তে যে কোন অবস্থানে ছবি তুলে নেই, আমি জানি যে পরে যে কোন এক সময় এই সময়টাকে স্মৃতি হিসেবে ধরে রাখতে এই ছবিগুলোই যথেষ্ট। ছবিগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে, আমি নিজে অবাক হয়ে গিয়েছে ছবিগুলো দেখার পর। মনে হচ্ছে কাল্পনিক কোন এক জগতে আমি বসবাস করছি এবং সেখানে আকাশটা ঠিক এরকমের।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সূর্যাস্তের পরের মুহূর্তটা কাল্পনিক একটি দৃশ্যের মতো লাগে।এই সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করার মধ্যে অন্যরকম একটি আনন্দ রয়েছে।দেখে মনে হচ্ছে সূর্যের লালচে ভাবটা যেন রাতের অন্ধকারকে টেনে নিয়ে আসছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @nixiee with a 4.2443062253512025 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.