আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
গত ১৩ ই ডিসেম্বর শুক্রবার আমার এক বন্ধুর বিয়ের অনুষ্ঠান ছিল। আগে আমার বন্ধুদের সাথে প্রায় ১/১.৫ বছর পর দেখা করতে গিয়েছিলাম। আমরা তিনজন খুব ভালো বন্ধু, সব সময় আগে যখন পড়াশোনা করতাম একসাথেই থাকতাম। আমাদের স্কুল জীবনটা দুষ্টুমিতে কেটে গেছে। আমরা এই তিন বন্ধু সারাদিন দুষ্টুমি করতাম খেলাধুলা করতাম এবং পড়াশোনা পাশাপাশি করতাম। তার মধ্যে একজনের বিয়ে হয়ে গিয়েছে। সে আমাকে অনেকবার করে তার বিয়েতে আসার জন্য দাওয়াত দিয়েছে, কিন্তু আমি ব্যস্ততা থাকার কারণে সঠিক আসবো কিনা তা জানাতে পারিনি। পরে ঠিক করে নিলাম ব্যস্ত তো আমি সারা জীবনই থাকতে পারবো কিন্তু একটা অনুষ্ঠানে গেলে সবার সাথে আবার সেই আগের স্মৃতিগুলো জাগ্রত হয়ে উঠবে তার সময় পাওয়া যাবে না। তাই ব্যস্ততাকে পাশে রেখে আমি তাদের সাথে দেখা করতে চলে গেলাম।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro 5G |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Narayanganj, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
জুমার নামাজ আদায় করে আমরা তাদের বাড়িতে গিয়ে উঠলাম, এরপর আমার বন্ধুদের সাথে কথাবার্তা বলে বেশ অনেক আনন্দ করে দিনটা কাটাই। বন্ধুর বিয়ে বাড়ির মানুষগুলো বেশ মিশুক ছিলেন। আমি খুবই আনন্দিত আমার বন্ধুর বিয়েতে অংশগ্রহণ করতে পেরে। এদিকে পাশাপাশি আমি আমার কাজের জন্য একটু চিন্তা করছিলাম, কারণ ইতিমধ্যে আমার কাজ প্রায় বেশ ভালো পরিমাণে জমে গিয়েছিল। আমি মনে মনে ভাবছি যে করেই হোক আমাকে সন্ধ্যার মধ্যে বাসায় ফিরতে হবে, এরপর বাসায় এসে আমি সে কাজগুলোকে শেষ করব। কিন্তু যেটা বলি সেটা তো সবসময় করা হয় না আমার বাসা ফিরতে ফিরতে প্রায় রাত সাড়ে সাতটার মত বেজে গিয়েছে। এরপর বাসায় ফিরে আমি আমার কাজে বসে পড়ি এবং কাজ শেষ করতে সক্ষম হই। জীবনে কিছুটা সময় আনন্দে কাটানো উচিত সবসময় ব্যস্ত থাকে সামনে রেখে আনন্দকে দূরে ঠেলে দেওয়া কিন্তু ঠিক নয়।