আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
গতকাল দিনটি ছিল শুক্রবার, এই দিনটি আমাদের সকলের কাছে প্রিয় দিন। শুক্রবার হল সাপ্তাহিক বন্ধের দিন, যেদিনে সকলের কাজকর্ম থেকে বিরতি হয়ে থাকে। আমরা সবাই বাসা থেকে ঘোরাঘুরি উদ্দেশ্যে বের হয়েছিলাম। যেহেতু সাপ্তাহিক বন্ধের দিন ছিল তাই সবাই হয়তো বা বাসায় বসে বিশ্রাম নিচ্ছে তাই বলে রাস্তায় সেরকম কোন জ্যাম ছিল না। নয়তো অন্য সময়ের মতো ঢাকা শহরের প্রচুর জ্যাম থাকে কেউ হয়তো অফিস থেকে বাসায় ফিরে কেউ হয়তো কাছ থেকে বাসায় ফিরে। আমরা চারজন মিলে পূর্বাচল, ৩০০ ফিট থেকে ঘুরে আসি। সেখানকার রাস্তা গুলো এতটা পরিষ্কার এবং এতটা সুন্দর যা বলে বোঝানোর মত নয়।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro 5G |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Dhaka, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
আমরা ছবি তোলার জন্য এবং একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু শান্তিপূর্ণ জায়গা খুঁজে নিয়ে সেখানে সেটা সময় কাটালাম। এখানকার বেশিরভাগ জায়গা গুলো বেশ খোলামেলা এবং খুবই নীরব পরিবেশ। যারা এখানে বসবাস করে তারা হয়তো অনেক শান্তিপূর্ণভাবেই বসবাস করে। গতকালের আবহাওয়াটা বেশ সুন্দর ছিল। এবং আবহাওয়া যদি সবসময়ই থাকে তাহলে সকলের মন এমনিতেই ভালো হয়ে যাবে। বেশ অনেকক্ষণ সেখানে গল্পগুজব করার পরে আমরা হালকা কিছু খাবারের উদ্দেশ্যে রওনা হলাম। এরপর একটি রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার দাবার খেয়ে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এভাবে আমাদের ছুটির দিনটি কেটে গেল।