আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
বাগানবিলাস গাছ হচ্ছে আমাদের অধিকাংশ মানুষের খুবই পছন্দের একটি ফুলের গাছ। যে ফুল আপনাকে অতিথি হিসেবে সর্বপ্রথম স্বাগতম জানায়। বাড়ির গেটে অথবা বাড়ির আঙিনা আশেপাশে এই ফুল গাছগুলোকে দেখতে পাওয়া যায়। বাগান বিলাস গাছ নিয়ে আমি আগেও অনেক কথা শেয়ার করেছিলাম, বাগান বিলাস এমন একটি গাছ যা কেউ চিনে না এবং এর নাম শুনে নেই আমার মানুষ খুব কমই আছে। আজ সকালে আমি উপজেলা নির্বাচন অফিসে আমার কিছু কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি কাজ শেষ করতে করতে দুপুর পার হয়ে যাচ্ছিল। কাজের ফাঁকে ফাঁকে আমি আশেপাশে হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম। ভবনের একটু উপরে একটি কোনায় এই গাছটিকে আমি দেখতে পাই, যদিও গাছের ডালে খুব বেশি ফুল এবং পাতা ছিল না তবুও গাছটি দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিল।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Chandpur, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
বাগান বিলাস গাছ এর ফুল গুলো কয়েকটি রংয়ের হয়ে থাকে। তবে সাদা কালারের বাগান বিলাস গাছের ফুল খুবই বিচিত্র, এটা খুবই কম দেখা যায় বললেই চলে। তবে আমেরিকায় এটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। আমাদের বাংলাদেশ গোলাপীর বর্ণের যে বাগান বিলাস ফুলগাছটি রয়েছে সেটি খুব সচারচর দেখতে পাওয়া যায়। এখন কথা হল এই ফুল কাজটি অধিকাংশ মানুষ বাড়ির গেটে অর্থাৎ বাড়িতে ঢোকার মূল জায়গায় এই গাছটিকে লাগিয়ে রাখে যাতে করে যে অতিথি বাড়িতে প্রবেশ করবে সে যেন প্রথমেই স্বাগতম হয়ে আসে।
বাগান বিলাস ফুলের মাধ্যমে অতিথিদের স্বাগত জানানোর বিষয়টি বেশ নতুনত্ব। আপনার পোস্ট থেকে এই বিষয়টি জানতে পেরে ভালো লাগলো। আর আপনার তোলা বাগান বিলাস ফুলের ছবিগুলি অসাধারণ হয়েছে। এই ফুল যদিও হয়ত আমি কখনো দেখিনি। তাই আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit