আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
ধীরে ধীরে মনে হচ্ছে শীতকাল শেষ হয়ে আসতেছে, কারণ আগের মত তেমন শীতের প্রভাব আর দেখা যায় না। সকালে কুয়াশায় পরিবেশ ঘিরে থাকলেও সূর্য উঠতেই কোথায় যেন পালিয়ে যায়। বিকেলে জানলার বাহিরে তাকিয়ে আশপাশে পরিবেশটাকে একটু পর্যবেক্ষণ করলাম, পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার সময়ও চলে আসছে। এই সময়টায় সূর্য তার সোনালী আলো পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। পশ্চিম আকাশে গোধূলির আলো যেন পরিবেশের সাথে খেলায় মেতে উঠেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কাজের চাপ থাকায় বাহিরে তাকাতে সময় খুঁজে পায়নি। ঘুম থেকে উঠেই আমি কাজে বসে পড়েছি এবং কাজ করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো, আশেপাশের অন্ধকার নেমে আসার প্রস্তুতি নিচ্ছে। ইচ্ছে করছে এই সময়টায় ছাদে গিয়ে আরেকটু অনুভব করি।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro 5G |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Mirpur, Dhaka, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
ধীরে ধীরে মনে হচ্ছে সূর্য যেন কোথায় চলে যাচ্ছে, পশ্চিম আকাশ এর লালিমা দেখা দিতে শুরু করল। তার চলে যাবার সময় চলে এসেছে, মহান আল্লাহর অনুমতি পেলে সে আবার আগামীকাল সকালে সবাইকে আলো দেয়ার জন্য চলে আসবে। সব কাজ শেষ করে আমি মুক্ত হয়ে বসে আছি, আর ভাবছি এই ব্যস্ততা ছাড়াও এর বাহিরে একটি দুনিয়া আছে যেখানে বাস্তবে আমাকে অনুভব করায় না । এগুলো নিয়ে চিন্তাভাবনা করতে করতে আমার পুরো বিকেলটা এভাবেই কেটে গেল।