আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমি সব সময় গ্রামে বেড়াতে যাওয়ার পর অধিকাংশ সময় বনে জঙ্গলে ঘোরাঘুরি করি। কেন জানিনা ছোটবেলায় বন্ধু-বান্ধবদের সাথে অনেক ধরনের দুষ্টামি করতাম যেগুলো আজও বড় হয়ে মনে আছে। গ্রামে থাকা অবস্থায় একদিন বিকেলে আমি আমাদের গ্রামের পাশে একটি বড় জঙ্গল রয়েছে সেখানে গিয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল ফটোগ্রাফি করার, চারিপাশের পরিবেশগুলোকে সুন্দর করে ছবি তুলে ফ্রেমে বন্দি করে রাখবো। এরকম গণ বন জঙ্গল গাছপালা শহর অঞ্চলে দেখতে পাওয়া যায় না। গ্রামে যাওয়ার পর আমার মন বেশ ভালোই লেগেছিল। কাজের ব্যস্ততা থেকে একটু সুযোগ করে নিজের জন্য সময় বের করাটা অনেক বড় এক ব্যাপার। আমি সে বনে ঢুকে দেখতে পাই বেশ বড়সড়ো গাছপালা, আর বিকেল হাওয়াতে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আসতেছে। চারিপাশে নানান রকমের গাছপালা দিয়ে ভরপুর। আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম বেশ সুন্দর গাছের পাতাগুলো সাথে আকাশগুলো ভালই দেখাচ্ছে।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Chandpur, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
প্রকৃতি হচ্ছে আমার খুব পছন্দের একটি জিনিস। আমি যেখানেই যাই সেখানে প্রকৃতিকে সুন্দর করে দেখতে চাই। বাড়িতে আরো কিছু মেহমান এসেছিলেন তাই আমি বেশি দেরি না করে আবার বাড়িতে ফিরে যাই। গিয়ে বেশ কিছু খানো অপেক্ষা করার পর মেহমানরা চলে আসলেন। ছোটবেলায় যেরকম অনুভূতি আমি গ্রামে গেলে পেতাম বড় হয়েও কিছুটা এখনো পাই। যদিও আগের দিনের মতো গ্রাম গ্রামের মত থাকছে না, কারণ অনেকেই নতুন করে বাড়িঘর বানানোর শুরু করে দিয়েছেন। কোন কোন জায়গায় পুকুর ভরে সেখানে বাড়ি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। গ্রামটাও মনে হচ্ছে আস্তে আস্তে শহরে রূপান্তর হয়ে যাবে। কিন্তু কিছু করার তো নেই কারণ পরিস্থিতির সাথে খাপ খাইয়া থাকতে হলে আমাদেরকে সেভাবেই থাকতে হবে।