আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
দুপুরের আবহাওয়া দেখলে মনে হয় শীতকাল ধীরে ধীরে চলে যাচ্ছে। শীতে ঠান্ডা ভাব এখন আর আগের মত নেই। মধ্যরাত থেকে শুরু করে সকাল 7 টা 8 টা পর্যন্ত শীতের ঠান্ডা আবহাওয়া অনুভব করা যায়। এরপর থেকে ধীরে ধীরে সূর্য ওঠা শুরু করলে কুয়াশা চারিপাশ থেকে সয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে বাহিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, জানালার পাশে দাঁড়িয়ে দেখি প্রায় সূর্য উঠে গিয়েছে, আমি কনফিউস হয়ে গেলাম যে বাহিরে শীতের পোশাক পড়ে যাব নাকি স্বাভাবিক পোশাক পড়ে যাব। কিছুক্ষণ ভেবে ঠিক করলাম স্বাভাবিক পোশাক পরেই যাই কারণ সূর্য যেহেতু উঠে গেছে অবশ্যই গরম লাগবেই। উদ্দেশ্য ছিল একজন ক্লায়েন্টের সাথে দেখা করা। তিনি আমাকে লোকেশন জানিয়ে দিয়েছিলেন তার জন্য অপেক্ষা করার জন্য, আমি সময় মত সে লোকেশনে পৌঁছে যে কিন্তু তিনি এখনো আসছিলেন না। প্রায় ৩০ মিনিট যাবৎ অপেক্ষা করার পরে তিনি আসলেন।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro 5G |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Mirpur, Dhaka, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
এরপর তার সাথে কিছু কথা বলে আমরা আবার বিদায় নিয়ে চলে আসি। আসার পথে দেখলাম সূর্যের তাপ বেড়ে গিয়েছে যার ফলে গরম লাগা শুরু হয়ে গেছে। আমি দ্রুত বাসার দিকে রওনা হলাম, বাসায় ঢুকেই আমি বিশ্রাম নিয়ে কাজে বসে পড়ি। অন্যান্য দিনের মতো শীতের ঠান্ডা প্রভাবটা আর আগের মত পরছে না। রাতের শেষ অংশে কিছুটা ঠান্ডা পড়লেও এরপর সেটা ধীরে ধীরে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। যেহেতু জানুয়ারি মাসের মধ্যম দিক সেক্ষেত্রে জানুয়ারি শেষ হতেই আমরা গ্রীষ্মের শুরু দেখতে পাব।