যে ব্যক্তি নিজেকে দামী মূলবান ভাবে সে নিজেকে পর্দায় সব কিছু থেকে আড়ালে রাখে।
আর,, যে নারী নিজেকে পন্যভাবে সে সব জায়গায় নিজেকে উম্মুক্ত করেই রাখে।
তবে বোরকা হিজাব নিকাব হাত মুজা পা মুজা বড়ঘুমটা দিলেই পর্দা হয় না।
আজকাল পর্দা নাম করে ভন্ডামি করে আজ এইসব পরে হাজি সাজ্জে কাল উম্মুক্ত করে ঘুরে ফেরে।
আর এদের কারণে যারা রিয়েল পর্দা করে তাদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে সাহস পায়😪😢
হায় আফসোস আর দোষ হয় ইসলামের।
পর্দা' নারীর সৌন্দর্য ও মর্যাদার প্রতীক। নারীর সতীত্ব ও ইজ্জত-আবরুর রক্ষাকবচ।
ইসলাম পর্দা পালনের যে বিধান আরোপ করেছে তা মূলত অশ্লীলতা ও ব্যভিচার নিরসনের লক্ষ্যে এবং সামাজিক অনিষ্টতা ও ফেতনা-ফাসাদ থেকে বাঁচার নিমিত্তেই করেছে।