একজন সত্যিকারের সক্রিয় ব্যক্তি সর্বদা প্রতিটি জিনিসের জন্য সময় বের করেন৷ তিনি কখনই তাড়াহুড়ো করেন না এবং কখনই হাতের পিছনে থাকেন না৷ এমন একজন মানুষ কখনই একটি মুহূর্তও অকারণে ব্যয় করেন না৷ তিনি কখনই একটি চিঠির উত্তর না দিয়ে রাখেন না। সময় কিন্তু যখন সে একবার কোনো কাজ করার ভার নেয় তখন ভালোভাবে শেষ না হওয়া পর্যন্ত সে বিশ্রাম নেয় না।
সত্যি মানুষ
2 years ago by smmmiraislam (25)