পরিবর্তন

in blog •  6 years ago 

লেখাপড়ার খাতিরে প্রথম যেদিন চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছি

বাবা বলছিলেন , "নেশা আর রাজনীতি সংক্রান্ত কোন কারনে যদি তোমার মরন ও হয় তাহলে তোমার লাশ অামার আর বাড়িতে যাবে না।"এটাই আমার উদ্দেশ্যে বাবার শেষ উপদেশ আজ পর্যন্ত।

নেশা তো যাই হোক খারাপ, কিন্তু রাজনীতি নিয়ে বাবার যে চিন্তা ভাবনা তা এতটা খারাপ যে আমার লাশ পর্যন্ত ঘরে যাবে না, যদি রাজনীতির কোন ইস্যু হয়ে মারা যাই,

রাজনীতি কে খারাপ ভাবা আমার বাবার দোষ না, দোষ হচ্চে সিস্টেমের। রাজনীতি নিজেকে এতোটা খারাপ ভাবে প্রদর্শন করছে যে, কাউকে রাজনীতিবিদ বলাটাও এখন গালির মত হয়ে গেছে। মহৎ পেশা গুলার মধ্যে রাজনীতি হচ্ছে একটা, নেশা ও বলা যায়।

ভালো, শিক্ষিত ছেলে মেয়েরা রাজনীতি তে আসা উচিত, নয়তো রাজনীতি খারাপের হাতে যাবে আর অরাজনৈতিক কার্যকলাপ বেড়ে যাবে যা এখন হচ্চে। কিন্তু সমস্যা হচ্ছে যেসকল মেধারা রাজনীতিতে যোগদান করছে, তারাই আজ রাজনীতির শিকার, আর ধ্বংসের মুখে। তাহলে চিন্তা করেন, এমন পরিস্থিতিতে কোন বাবা মা তার ছেলে মেয়েদের এমন রিস্কে ঠেলে দিবে? যদি রাজনীতিটা ওই সকল মেধাদের দ্বারা শিকার হতো তারপরো রাজনীতিতে ভালো কিছু যুক্ত হত তা বলা যায়।

তারপরো মানুষের চিন্তা, ভাবনা আর অসামাজিক কার্যকলাপ গুলোর পরিবর্তনে রিস্ক তো কাউকে না কাউকে নেয়াই লাগে।

ইনশাল্লাহ পরিবর্তন আসবেই, রাজনীতি আবার ফিরে পাবে তার হারানো মুল্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!