ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে চলছে পুরস্কার বিতরণের জন্য প্রস্তুতি।।

in blog •  12 days ago 

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

সরকারি তিতুমীর কলেজর এর উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি পর্বে পুরস্কার বিতরণের জন্য প্রস্তুতি চলছে। দীর্ঘদিন ধরে চলা এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের পুরস্কৃত করার আয়োজন করা হয়েছে।

IMG20250210083318.jpg

পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটি দিনরাত পরিশ্রম করছে। ইতোমধ্যে বিজয়ীদের নাম তালিকাভুক্ত করা হয়েছে এবং পুরস্কার সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। সেরা ক্রীড়াবিদদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেওয়ার জন্য মঞ্চ প্রস্তুতের কাজ চলছে।

IMG20250210083402.jpg

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, ক্রীড়াবিদ, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

IMG20250210100621.jpg

ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিজয়ীরা পুরস্কার গ্রহণের অপেক্ষায় উচ্ছ্বসিত, অন্যদিকে আয়োজকরাও অনুষ্ঠানকে সফল করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
IMG20250210100625.jpg

আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আগামী বছর আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

ধন্যবাদ।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!