প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
কাঠগোলাপ হচ্ছে এমন একটি ফুল যার রূপ-সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবেই। কাঠগোলাপের কথা শুনলে মনের মধ্যে একটি প্রেম ভাব চলে আসে। বাংলার এমন কোন মানুষ নেই গানগুলা পছন্দ করে না। তবে বিশেষ করে কাক গোলাপ মেয়েদের খুব পছন্দের। কাঠগোলাপ দেশের ছোট বড় সবার কাছে খুব পরিচিত। এশিয়া মহাদেশে এই ফুলটি অনেক পাওয়া যায়। বিশেষ করে চীন ভারত পাকিস্তান ও এর উৎপত্তিস্থান।
গাছটির এর কান্ড ও শাখা-প্রশাখা নরম হওয়ার কারণে শাখা-প্রশাখা গুলো সোজা উপরের দিকে উঠে যায়। এই গাছটি লম্বায় ৯ থেকে ১০ মিটার হয়ে থাকে। শীতকালে কাঠগোলাপের পাতাগুলো ঝরে পড়ে যায় এবং বসন্তে নতুন পাতা গজায়। পাতা আকারে বেশ মোটা এবং পরু। এই ফুলগুলো সাধারণত গ্রীষ্মকালে অনেক বেশি দেখা যায়। লাল ফুলগুলো যখন গাছে তোকা থোকায় ফুটে থাকে, তখন যেন মনে হয় একগুচ্ছ লাল ভালোবাসা ডাকছে আমায়।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
মাঠে |
কাঠগোলাপের আকৃতি ও বিকাশ ঠিক রাখতে সঠিক পরিচর্যা করা খুব দরকার। পাশাপাশি গাছ রোপনের জন্য প্রচুর স্থান নির্বাচন করতে হবে। পর্যাপ্ত আলো-বাতাস ও পানির প্রয়োজন হয়। কম বেশি হলে কাঠগোলাপ এর বৃদ্ধি ব্যাহত হয়। কাঠগোলাপ চাষ করতে খুবই সহজ।