প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
আমি যখন মাদ্রাসায় পড়তাম, তখন আমরা এক প্লেটে কয়েকজন মিলে খেতাম। একসাথে খাওয়ার মজাই আলাদা। সবাই মিলে যখন একসাথে খেতে বসতাম। তখন গল্পে গল্পে খুব মজা করে খাওয়া হতো। মাদ্রাস থেকে চলে আসার পরে এই খাওয়ার সিস্টেমটাকে অনেক মিস করি। শুধু মনে হয় যদি আবারো ওইভাবে ফিরে যেতে পারতাম, তাহলে হয়তো আরো আনন্দ লাগতো।
ঐদিন গিয়েছিলাম আমার এক বন্ধুর মাদ্রাসায়। মাদ্রাসা থাকলে নামে যাদের সাথে চলতাম তারা প্রায় অনেকে একসাথে পড়াশুনা করতেছে এখনো। কিন্তু আমি অনেক আগেই তাদের থেকে চলে যাই অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে গেলেও, ছোট্ট বেলার বন্ধুদের কখনো ভোলা যায় না। তাদের কথা আমার সবসময় মনে পড়ে। সময় পেলেই আমরা একসাথে হওয়ার চেষ্টা করি। এবং বিভিন্ন সময় আমরা একসাথে হই। আর যখন একসাথে হয় তখন মনে হয় আমরা যেন সেই ছোট্টবেলা জীবনে আবার ফিরে গিয়েছি।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
বিশেষ করে মাদ্রাসার খাবারের মান অনেকটা কমা হয়। তাই যখন আমরা এরকম একসাথে খেতাম, তখন ভালো কি মন্দ কিছু মনে থাকতো না। সবাই আনন্দ সরকারের খেতাম। তবে একটা সমস্যা দেখা দিত, সেটা হচ্ছে খাবার শেষে প্লেট ধোয়া নিয়ে একটা প্রতিযোগিতা চলতো, কে প্লেট না দিয়ে আগে উঠতে পারে, তবে অধিকাংশ সময় আমি আর জাহিদী প্লেট ধুইতাম।
অনেকদিন পর একসাথে হওয়ার মাধ্যমে আবারও সেই পুরনোভাবে খাওয়া হলো, হঠাৎ তাদের সাথে দেখা করতে পেরে অনেক ভালো লাগছিল। ভালো থাকুক আমার সকল বন্ধুরা, তাদের সাথে আমার বন্ধুত্ব অটুট থাকুক সারা জীবন।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit