কৃষি প্রধান দেশে পুষ্টিগুনে সমৃদ্ধ সবজি এই বরবটি।।

in blog •  5 months ago 

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

বিকেলে হাটতে হাটতে গিয়েছিলাম মাঠের দিকে।গিয়ে দেখি বরবটি ধরে আছে গাছে। গাছ গুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো। বরবটিতে ভরে ছিলো গাছ গুলো। আর বরবটি আমার পছন্দের একটি সবজি৷ এটি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তাছাড়া ভাজি।

IMG20240808181904.jpg

আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। ফলমূল শাকসবজি সব কিছুই ফলন এদেশের মাটিতে হয়ে থাকে। এ দেশে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়।তাছাড়া মৌসুম ভিদেও চাষাবাদ করা হয়ে থাকে। এদেশের বিভিন্ন ধরনের সবজির মধ্যে বরবটি অন্যতম জনপ্রিয়। বরবটি সবজি বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে পছন্দ করে থাকে।

IMG20240808182036.jpg

IMG20240808182006.jpg

বরবটির বীজ বপনের উপযুক্ত সময় হলো ফেব্রুয়ারি থেকে জুন মাস এবং শীতকালে বরবটির বীজ বোনা উচিত।এটি বিভিন্ন জাতের হয়ে থাকে। এটি দেখতে লম্বা লাঠির মতো সবুজ হয়ে থাকে।

IMG20240808181846.jpg

কৃষকেরা মাঠে পড়ে মাঠে বরবটি চাষ করে থাকে। তাছাড়া বসত বাড়ির আশেপাশেও এটি চাষ করা হয়। এটি অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি। এতে রয়েছে শর্করা, প্রটিন, খনিজ পদার্থ, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি, ও খাদ্যগুণ সমৃদ্ধ। ক্যান্সার ও এ ধরনের রোগের জন্য বেশ উপকারী এ সবজিটি। তাই ক্যান্সারের রোগীদের খাবারে তালিকায় বরবটি সবজিটি থাকে।

IMG20240808181735.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
মাঠে

বরবটির উপকারিতা রয়েছে প্রচুর পরিমানের তবে এর অপকারিতা সে তুলনায় অনেক কম। যাদের রক্তে চিনির পরিমাণ অধিক তাদের জন্য বরবটি না খাওয়াই ভালো। আর যাদের বাত ব্যথা আছে তাদের এই সবজিটি পরিহার করাই উচিৎ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বরবটি ভাজি এবং রান্না করে খেতে খুবই মজা লাগে।
বরবটিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে।
বাংলাদেশে কৃষকরা বরবটি চাষ করে থাকে।
আমাদের সবারই উচিত বরবটি বেশি বেশি খাওয়া।।

গ্রামীন একটি সবজি হলো বরবটি।গ্রাম অঞ্চলের কৃষকেরা বরবটি চাষ করে থাকে।আমার খুবই পছন্দের একটি সবজি হলো বরবটি।বরবটিতে প্রচুর পরিমানে ভিটামিন-সি রয়েছে।আমাদের সকলেরই এই সবজি টি খাওয়া উচিৎ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @upex with a 0.21% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Visit https://botsteem.com to utilize usefull and productive automations #bottosteem #upex

Congratulations, your post has been upvoted by @nixiee with a 4.443838598100561 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Hey @tanvirahammad! "This is really a nice article because it's useful for just everyone. I will try most of them. Thanks a lot man. Keep it up. I already Upvoted you!"