২৩ ডিসেম্বর ২০২৪ আলমপুর ফুলবাগান মোল্লাপাড়া মাদরাসা উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল।।

in blog •  19 days ago 

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

আলামপুর ফুলবাগান মোল্লাপাড়া হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজন করা হয় এক বিশাল ওয়াজ মাহফিল। এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসলে কোরআন মাওলানা আব্দুল বারী সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের অত্র অঞ্চলের জনদরদী নেতা, ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ, অধ্যক্ষ মতিউর রহমান স্যার। এছাড়াও অতটা অঞ্চলের বিভিন্ন ওলামায়ে কেরামগণ বক্তব্য পেশ করেন।

IMG20241223221018.jpg

এবারের এই ওয়াজ মাহফিলটি ছিল আমাদের এলাকার 16 তম ওয়াজ মাহফিল। বিগত বছরগুলোতে বিভিন্ন বাঁধার কারণে এ ওয়াজ মাহফিল বন্ধ ছিল। স্বৈরাচার সরকার পতনের পর থেকে আর কোন বাধা না থাকায় এবার সব জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে।

IMG20241223221043.jpg

আজকের মাহফিলে মানুষের উপস্থিতির সংখ্যা তুলনামূলক ভালোই ছিল। তৌহিদ জনতা দলে দলে জোট বেঁধে ছুটে এসেছে এই রহমতের ময়দানে।

IMG20241223221028.jpg

এই ধরনের ওয়াজ মাহফিল গুলো আমাদের এলাকায় একটি আনন্দঘন মুহূর্ত নিয়ে আসে। যখনই ওয়াজ মাহফিল হয়, তখন সুন্দর করে সাজানো হয় আমাদের মসজিদের আশেপাশে। এ যেন ক্ষুদ্র এক ঈদের আনন্দ বয়ে নিয়ে আসে। ওয়াজ মাহফিল কিরে প্রত্যেকটা বাড়িতে আলাদাভাবে আয়োজন করা হয়।

IMG20241223221027.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
এখানে মহিলাদের জন্য আলাদাভাবে প্যান্ডেল করা হয়। এবং সেখানে পদ্মার মাধ্যমে তাদের ব্যবস্থা করে দেওয়া হয়। ফলে সুন্দর করে সবাই ইসলামের নসিহত শুনতে পারে।

এ ধরনের মহান কাজগুলো আমাদের সমাজে প্রচলিত হোক। মানুষের মাঝে ইসলাম পরিপূর্ণভাবে পৌঁছাক এ আশা ব্যক্ত করেই আমি আজকের মত আমার আর্টিকেল শেষ করছি। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ধন্যবাদ।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!