প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
পেন্টাস বা মিশরীয় তারকা একটি চমৎকার ফুল। এই ফুলটা আফ্রিকা অঞ্চলে বেশ পাওয়া যায়। এতে আফ্রিকার অঞ্চলের অন্যতম একটি সেরা ফুল। বিশেষ করে মিশরে এই ফুলটির জনপ্রিয়তা সবথেকে বেশি। আমাদের দেশেও এই ফুলটি অনেক দেখা যায়। বছরে প্রায় সময় এই ফলটি গাছে ধরে। এটি আলো বাতাস পেলে বেড়ে ওঠে।
শীতকালীন মৌসুমে দেখা যায়, বায়ুর আদ্রতা কম থাকার কারণে এই ফুলটির নিঃশ্বাস হয়ে যায়। তবে সে চলে যাওয়ার সাথে সাথে এই ফলটি আবারও গাছে ধরে। এর গাছের অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন হয় না। যার ফলে এই ফুলের জন্য অত্যাধিক সময় ব্যয় করা লাগে না।
এই ফুলটি দেখতে অনেক সুন্দর। ছোট ছোট ফুলের করা গুলো এক ঝাক থোকার মতন হয়ে ফোটে থাকে। সেজন্য এই ফুলগুলো দেখলে অনেক ভালো লাগে। এই ফুলের রংটা অনেক উজ্জল। যার ফলে ফুলপ্রেমীদের দৃষ্টি তার দিকে আকর্ষণ করে।
এটি আফ্রিকা অঞ্চলের উদ্ভিদ হওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছে পেন্টাস। তবে আমাদের দেশে অনেকে এই নামটি জানেনা। এটি হলো এই ফুলের বৈজ্ঞানিক নাম।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |